প্রশান্ত কিশোরের হাত ধরলেন কেজরীবাল। —ফাইল চিত্র।
ভোটকুশলী প্রশান্ত কিশোরের ‘ক্লায়েন্ট’ তালিকায় আরও এক হেভিওয়েট নাম যোগ হল। এ বার তাঁর ‘দ্বারস্থ’ হলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীবাল। প্রশান্ত কিশোর এবং তাঁর সংস্থা ইন্ডিয়ান প্যাক তথা আইপ্যাকের হাতেই আগামী বিধানসভা নির্বাচনে দলের কৌশল তৈরির দায়িত্ব সঁপেছেন তিনি।
শনিবার টুইটারে নিজেই এ কথা জানিয়েছেন কেজরীবাল। তিনি লিখেছেন, ‘‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ইন্ডিয়ান প্যাক সংস্থা আমাদের সঙ্গে হাত মেলাচ্ছে। ওদের স্বাগত জানাই।’’ পরে আইপ্যাকের তরফে টুইটারে লেখা হয়, ‘‘পঞ্জাব নির্বাচনের পরই স্বীকার করেছিলাম, আপনাদের সঙ্গে টক্কর দেওয়াই সবচেয়ে কঠিন ছিল। অরবিন্দ কেজরীবাল এবং আম আদমি পার্টির সঙ্গে যুক্ত হতে পেরে খুশি আমরা।’’
Happy to share that @indianpac is coming on-board with us. Welcome aboard!
— Arvind Kejriwal (@ArvindKejriwal) December 14, 2019
অরবিন্দ কেজরীবালের টুইট।
দিল্লির নিয়ন্ত্রণ হাতে রাখা নিয়ে গত কয়েক বছরে কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে একাধিক বার ঝামেলায় জড়িয়েছে অরবিন্দ কেজরীবালের সরকার। গেরুয়া শিবিরের হাত থেকে দুর্গ রক্ষা করাই এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাদের সামনে, যার জন্য জাতীয় নাগরিক পঞ্জি এবং সংশোধিত নাগরিকত্ব আইনকেই বিজেপির বিরুদ্ধে তুরুপের তাস করতে চাইছে তারা। এমনকি দিল্লিতে কোনও ভাবেই এনআরসি এবং নয়া নাগরিকত্ব আইন কার্যকর হতে দেবেন না বলেও ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন কেজরীবাল।
অন্য দিকে, বিবাহ সূত্রে অসমের সঙ্গে যোগ থাকা প্রশান্ত কিশোর বরাবরই জাতীয় নাগরিক পঞ্জি এবং নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করে আসছেন। সংসদে ওই বিলে সমর্থন জানানোয় নিজের দল জেডিইউ-য়ের সমালোচনা করতেও পিছপা হননি তিনি। শুক্রবার টুইটারে নাগরিক সংশোধনী আইনের বিরোধী মুখ্যমন্ত্রীদের একজোট হওয়ার আর্জিও জানান তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy