অরবিন্দ কেজরীওয়াল কি এ বার সংসদে চললেন? পঞ্জাব থেকে রাজ্যসভার সাংসদ হবেন তিনি? গত কয়েক দিন ধরেই সেই জল্পনা চলছে জাতীয় রাজনীতিতে। বুধবার আপের রাজ্যসভার সাংসদ সঞ্জীব অরোরাকে পশ্চিম লুধিয়ানা থেকে উপনির্বাচনের প্রার্থী করায় সেই জল্পনা কয়েক গুণ বৃদ্ধি পায়। বিষয়টি হাতিয়ার করে ইতিমধ্যেই সরব হয়েছে বিজেপি। তাদের দাবি, আপ প্রধানকে রাজ্যসভায় পাঠানোর জন্যই ওই আসনটি ফাঁকা করা হয়েছে। জল্পনার মাঝেই এ বার কেজরীওয়াল প্রসঙ্গে মুখ খুলল আপ।
কেজরীওয়ালকে রাজ্যসভায় পাঠানোর খবর ‘গুজব’ বলে দাবি করল আপ। পঞ্জাবে আপের মুখপাত্র জগতর সিংহ সঙ্ঘেরা বলেন, ‘‘সঞ্জীব লুধিয়ানার বাসিন্দা। তাই তাঁকে উপনির্বাচনে প্রার্থী করা হচ্ছে। তাঁর ফাঁকা জায়গায় কে প্রার্থী হবেন, তা দল ঠিক করবে।’’ কেজরীওয়াল প্রসঙ্গে জগতর বলেন, ‘‘আপ প্রধানকে রাজ্যসভায় পাঠানোর খবরটি গুজব। বিরোধী দলগুলি গুজব ছড়াচ্ছে। এ ব্যাপারে দলে কোনও আলোচনা হয়নি।’’
আরও পড়ুন:
আবগারি দুর্নীতিতে জেলে যাত্রা, পরে ছাড়া পেয়ে মুখ্যমন্ত্রিত্ব ছেড়েছিলেন কেজরীওয়াল। দিল্লি বিধানসভা নির্বাচনেও হেরে যাওয়ায় বিধায়ক তকমাও খুইয়েছেন। তার পর থেকেই কেজরীওয়ালকে রাজ্যসভায় পাঠানো হবে, এমন জল্পনা-কল্পনা শুরু হয়ে যায়। এই মুহূর্তে রাজ্যসভায় আপের ১০ জন সাংসদ রয়েছেন। যার মধ্যে সাত জনই পঞ্জাব থেকে। দিল্লি থেকে আপের রাজ্যসভায় সদস্যসংখ্যা মাত্র তিন। এই মুহূর্তে দিল্লি বা পঞ্জাবে রাজ্যসভা নির্বাচন নেই। কেজরীওয়ালকে রাজ্যসভায় জিতিয়ে নিয়ে আসতে গেলে কোনও এক জন আপের সাংসদকে তাঁর মেয়াদ শেষ হওয়ার আগেই ইস্তফা দিতে হবে। বিরোধীদের দাবি, সঞ্জীবকে রাজ্যসভা থেকে সরতে বাধ্য করা হয়েছে।