Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
Arunachal Pradesh

তিব্বতে তৈরি কৃত্রিম হ্রদে সতর্কতা

রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের অধিকর্তা অতুল তায়েং জানাচ্ছেন, হ্রদ তৈরি হয়েছে সীমান্ত থেকে ২০০ কিলোমিটার দূরে। তাই সম্ভবত জলরাশি আছড়ে পড়লেও তা মারাত্মক হবে না।

অরুণাচল প্রদেশে সিয়াং নদী। ছবি: রাজীবাক্ষ রক্ষিত

অরুণাচল প্রদেশে সিয়াং নদী। ছবি: রাজীবাক্ষ রক্ষিত

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ অগস্ট ২০২০ ০৫:৫৫
Share: Save:

চিন তিব্বতে ইংগং সো নদীর উপরে কৃত্রিম হ্রদ তৈরি করেছে। এতে সিয়াং নদীর অববাহিকা জুড়ে সতর্কতা জারি করল অরুণাচল সরকার। কেন্দ্রের তরফে ওই হ্রদ তৈরি হওয়ার খবর অরুণাচল সরকারকে দেওয়া হয়। বলা হয়েছে, কোনও কারণে হ্রদ উপচে পড়লে বিপুল জলরাশি সীমান্ত পার করে অরুণাচলে ঢুকবে। তাই সিয়াং, আপার সিয়াং, পূর্ব ও পশ্চিম সিয়াং জুড়ে সকলকে সতর্ক করা হয়েছে। সকলকে নদীর আশপাশ থেকে সরে থাকতে বলা হয়েছে।

রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের অধিকর্তা অতুল তায়েং জানাচ্ছেন, হ্রদ তৈরি হয়েছে সীমান্ত থেকে ২০০ কিলোমিটার দূরে। তাই সম্ভবত জলরাশি আছড়ে পড়লেও তা মারাত্মক হবে না। কিন্তু হ্রদটির গভীরতা, জলের পরিমাণ যেহেতু অনুমানসাপেক্ষ, তাই বন্যা হলে তার মাত্রা কী হতে পারে তা আন্দাজ করা যাচ্ছে না। এমনিতেই বর্ষায় জলতল অনেক বেশি রয়েছে। তার উপরে জলোচ্ছ্বাস হলে আশপাশের গ্রামের বিপদ হতে পারে।

পাসিঘাট পশ্চিম কেন্দ্রের বিধায়ক এবং প্রাক্তন সাংসদ নিনং এরিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি পাঠিয়েছেন। অনুরোধ জানিয়েছেন, যাতে ব্রহ্মপুত্রের প্রধান উৎস সিয়াং নদীর তিব্বত এলাকার পরিস্থিতি জানানোর জন্য সরকারের তরফে বেজিংকে চাপ দেওয়া হয়। নিনং জানান, গত দু’বছর ধরে সিয়াং নদীর তিব্বত অংশ নিয়ে চিন তথ্য দিচ্ছে না।

অন্য বিষয়গুলি:

Arunachal Pradesh Siang River Tibet
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy