মাত্র কয়েক দিনের ব্যবধানে চন্দ্রবাবু নায়ডুর ২টি রোড শোতে পদপিষ্ট হয়ে দুর্ঘটনা ঘটে। ফাইল চিত্র।
রাস্তায় সভা, রোড শো করা যাবে না। অন্ধ্রপ্রদেশে এমনই নতুন নির্দেশিকা জারি করল ওয়াইএসআর কংগ্রেসের সরকার। নির্দেশিকায় বলা হয়েছে, জাতীয় সড়ক, রাজ্য সড়ক, পুর ও পঞ্চায়েত এলাকার রাস্তায় কোনও রকম জনসভা ও রোড শো করা যাবে না।
প্রসঙ্গত, গত রবিবার গুন্টুর এলাকায় সে রাজ্যের বিরোধী দল তেলুগু দিশম পার্টির (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নায়ডুর রোড শো চলাকালীন পদপিষ্ট হয়ে দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ৩ মহিলার মৃত্যু হয়েছে। এই ঘটনার আগে গত বুধবারও নায়ডুর রোড শো চলাকালীন পদপিষ্ট হয়ে দুর্ঘটনা ঘটে। দক্ষিণ অন্ধ্রের নেল্লোর জেলায় নায়ডুর রোড শো চলাকালীন হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ৮ জনের মৃত্যু হয়েছিল। জখম হয়েছিলেন আরও কয়েক জন।
এই ঘটনা নিয়ে নায়ডুকে নিশানা করতে আসরে নামে জগনমোহন রেড্ডির দল। তার পর পরই রাস্তায় জনসভা ও রোড শো করা নিয়ে যে নিষেধাজ্ঞা জারি করল অন্ধ্র সরকার, তা উল্লেখযোগ্য।
নির্দেশিকায় বলা হয়েছে, নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে রাস্তায় জনসভা ও রোড শো করার অনুমতি দিতে পারবেন পুলিশ সুপার ও পুলিশ কমিশনাররা। অন্য দিকে, আগামী ২৭ জানুয়ারি ম্যারাথন পদযাত্রা রয়েছে টিডিপি নেতা নারা লোকেশের। সেই সঙ্গে রয়েছে জন সেনা পার্টির প্রধান পবন কল্যাণের বাস যাত্রা কর্মসূচি। তার আগে এই নির্দেশিকা নয়া মাত্রা যোগ করল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy