Advertisement
২৬ ডিসেম্বর ২০২৪
YSR Congress

YSR Congress: মায়ের ইস্তফার পরেই দলের আজীবনের সভাপতি নির্বাচিত হলেন জগন্মোহন

কংগ্রেস শীর্ষনেতৃত্বের সঙ্গে মতবিরোধের জেরে ২০১১ সালে নতুন দল ওয়াইএসআর কংগ্রেস গড়েছিলেন রাজশেখর রেড্ডির-পুত্র জগন্মোহন।

বিজয়াম্মা এবং জগন্মোহন।

বিজয়াম্মা এবং জগন্মোহন। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
অমরাবতী (অন্ধ্রপ্রদেশ) শেষ আপডেট: ০৯ জুলাই ২০২২ ১৬:০০
Share: Save:

শুক্রবার অন্ধ্রপ্রদেশের শাসকদল ওয়াইএসআর কংগ্রেসের সাম্মানিক সভাপতির পদ ছেড়েছিলেন ওয়াইএস বিজয়াম্মা। শনিবার তাঁর ছেলে তথা রাজ্যের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডিকে ‘আজীবনের সভাপতি’ পদে নির্বাচিত করা হল। শনিবার, দলের কর্মসমিতির অধিবেশনের দ্বিতীয় তথা শেষ দিনে জগনকে সর্বসম্মত ভাবে ‘আজীবনের সভাপতি পদে নির্বাচিত করা হয়। প্রসঙ্গত, ২০১৭ সালে জগন ওয়াইএসআর কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

শুক্রবার অধিবেশনের সূচনাতেই সাম্মানিক সভাপতির পদ ছাড়ার কথা ঘোষণা করেন জগনের মা বিজয়াম্মা। ছেলের সঙ্গ ছেড়ে মেয়ে শর্মিলার নয়া দল ওয়াইএসআর তেলঙ্গানা পার্টিতে যোগদানের ইঙ্গিত দেন অখণ্ড অন্ধ্রের প্রয়াত মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ওয়াইএস রাজশেখর রেড্ডির স্ত্রী। শুক্রবার বিবৃতিতে বিজয়াম্মা বলেন, ‘এক জন মা হিসাবে, আমি সব সময়ই জগনের পাশে থাকব।’

জগনের সঙ্গে মতবিরোধের জেরে তেলঙ্গানার শর্মিলা বছর খানেক আগে ওয়াইএসআর কংগ্রেস ছেড়ে প্রয়াত বাবার নামে নতুন দল গড়েছিলেন। বিজয়াম্মাও এ বার সেই দলে শামিল হবেন বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে। জগন শিবিরের দাবি, হায়দরাবাদ নিবাসী শর্মিলা অন্ধ্রপ্রদেশের তুলনায় তেলঙ্গানার স্বার্থরক্ষাকে বেশি গুরুত্ব দিতে চান। তাই নতুন দল গড়েছেন তিনি।

২০০৯ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছিলেন অখণ্ড অন্ধ্রের তৎকালীন মুখ্যমন্ত্রী রাজশেখর। তাঁর মৃত্যুতে খালি হওয়া কাড়াপা জেলার পুলিভেন্ডুলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জিতেছিলেন বিজয়াম্মা। কংগ্রেস শীর্ষনেতৃত্বের সঙ্গে মতবিরোধের জেরে ২০১১ সালে নয়া দল ওয়াইএসআর কংগ্রেস গড়েন রাজশেখর-পুত্র জগন। পাশে পেয়েছিলেন মা বিজয়াম্মা এবং বোন শর্মিলাকে। এ বার পারিবারিক মতবিরোধের ছোঁয়া লাগল ওয়াইএসআরে নাম মিলিয়ে তৈরি হওয়া দলে।

অন্য বিষয়গুলি:

YSR Congress YSR Congress Party YS Jaganmohan Reddy Jaganmohan Reddy Andhra Pradesh Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy