ছবি: পিটিআই।
সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে ছাত্র-বিক্ষোভ সামাল দিতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের হস্টেলে পুলিশ প্রবেশ করেছিল বলে অভিযোগ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ)। যা অস্বীকার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। তবে উপাচার্য ঘোষণা করেছেন, আফতাব হলের মরিসন কোর্টে পুলিশের প্রবেশ নিয়ে এফআইআর করতে চান তিনি।
জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশি হামলার প্রতিবাদে গত ১৫ ডিসেম্বর উত্তেজনা ছড়িয়েছিল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে। উপাচার্যের অনুমতিতে ক্যাম্পাসে ঢোকে পুলিশ। অভিযোগ, পুলিশ ওই সময় হস্টেলেও প্রবেশ করে। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, উপাচার্য আগেই ঘোষণা করেছেন, যে পুলিশকর্মীরা হস্টেলে ঢুকেছিলেন, তাঁদের বিরুদ্ধে এফআইআরের অনুমতি চাওয়া হবে। শুধু ক্যাম্পাসে শান্তি ফেরানোর জন্য পুলিশকে ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের কাছে প্রমাণ রয়েছে, পুলিশ হস্টেল চত্বরে প্রবেশ করেছিল।
পুলিশ অবশ্য জানিয়েছে, উপাচার্যের নির্দেশ মোতাবেক তারা কাজ করেছে। তারা হস্টেলে যায়নি। পুলিশের আরও দাবি, ক্যাম্পাসের পরিবেশ শান্ত করতে ন্যূনতম বলপ্রয়োগ করা হয়েছিল।
আরও পড়ুন: রাম নামেরও শাপমুক্তি পার্ক সার্কাসে
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy