মোদী সরকারের মন্ত্রিসভায় আসন্ন রদবদল নিয়ে জল্পনার মধ্যেই আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমলা স্তরে বড়সড় রদবদল করলেন। একসঙ্গে গোটা বিশেক পদে রদবদল হয়েছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের একসঙ্গে চারটি দফতরের সচিব পদে নতুন আমলাকে বসানো হচ্ছে।
প্রধানমন্ত্রীর দফতরের অতিরিক্ত সচিব অরবিন্দ শ্রীবাস্তবকে অর্থ মন্ত্রকের রাজস্ব সচিব করে পাঠানো হচ্ছে। প্রধানমন্ত্রীর দফতরের আর এক অতিরিক্ত সচিব হরি রঞ্জন রাওকে ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের সচিব পদে নিয়োগ করা হচ্ছে। তাৎপর্যপূর্ণ হল, আজ যে সব আইএএস অফিসারদের নতুন পদে নিয়োগ করার সিদ্ধান্ত হয়েছে, তাঁরা অনেকেই জুন মাসে দায়িত্ব নেবেন। কিন্তু মন্ত্রিসভার নিয়োগ কমিটি এখনই সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সরকারি কর্তারা বলছেন, এ থেকে মোদী সরকারের মন্ত্রিসভার আসন্ন রদবদল বা সম্প্রসারণের ইঙ্গিত মিলছে। খুব শীঘ্রই বিজেপির নতুন জাতীয় সভাপতি ঘোষণা হবে। মনোহরলাল খট্টর, ভূপেন্দ্র যাদব বা ধর্মেন্দ্র প্রধানের মতো কোনও কেন্দ্রীয় মন্ত্রীকে বিজেপি সভাপতি করা হলে মন্ত্রিসভার রদবদল করতে হবে। আগামী ৯ জুন তৃতীয় মোদী সরকারের প্রথম বর্ষপূর্তি। মন্ত্রিসভার রদবদল তার আগেই সেরে ফেলা হতে পারে।
মহারাষ্ট্রে এনডিএ জোটের জয়ের পরে অজিত পওয়ারের এনসিপি, একনাথ শিন্দের শিবসেনা ক্যাবিনেট মন্ত্রীর পদ চাইছে। বিহারের ভোটের আগে উপেন্দ্র কুশওয়াহার মতো জোট শরিককে মন্ত্রিসভায় আনার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী ২২ ও ২৩ এপ্রিল সৌদি আরবে যাচ্ছেন। তার পরে মন্ত্রিসভার রদবদল হতে পারে বলে সরকারের অন্দরমহলে জল্পনা। তাৎপর্যপূর্ণ হল, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পশ্চিমবঙ্গে কল্যাণীর এমস-এর অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। আপাতত ওই কর্মসূচি স্থগিত
রাখা হয়েছে।
আজ আমলা স্তরের রদবদলে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের যে চার জন নতুন আমলাকে আনা হয়েছে, তাঁর মধ্যে প্রধানমন্ত্রীর দফতর থেকে অরবিন্দ শ্রীবাস্তবকে রাজস্ব সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমান অর্থসচিব অজয় শেঠ এখন আর্থিক বিষয়ক দফতরের দায়িত্বে। তিনি ৩০ জুন অবসর নেবেন। তার পরে অনুরাধা ঠাকুর আর্থিক বিষয়ক সচিবের পদে বসবেন। অর্থ মন্ত্রকের দুই আমলা, সঞ্জয় মলহোত্র ও তুহিন কান্ড পাণ্ডে সম্প্রতি রিজ়ার্ভ ব্যাঙ্ক ও সেবি-র শীর্ষ পদে নিযুক্ত হয়েছেন। ব্যয় দফতের সচিব হচ্ছেন বর্তমানে বিমান মন্ত্রকের সচিব ভি ভুয়ালনাম। বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রকের আন্তঃরাজ্য পরিষদের সচিব কে মোজেস চালাই অর্থ মন্ত্রকের রাষ্ট্রায়ত্ত সংস্থা দফতরের সচিব
হতে চলেছেন।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)