ফাইল চিত্র।
বৃষ্টি কমছে না। জলমগ্ন একাধিক জেলা। বাধ্য হয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল তেলঙ্গানা সরকার। রবিবার এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও জানান, ভারী বৃষ্টির কারণে আপাতত তিন দিন বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ।
টানা কয়েক দিনের বৃষ্টিতে জলমগ্ন হয় তেলঙ্গানার বহু জেলা। শনিবার থেকে সেখানকার পরিস্থিতি খারাপ হয়। লাল সতর্কতা জারি করা হয় প্রশাসনের তরফ থেকে। জয়শঙ্কর ভূপালাপল্লি, নির্মল ও নিজামাবাদ জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। জলের তলায় চলে যায় আরও অনেক জেলা। বন্যাকবলিত মানুষদের উঁচু জায়গায় সরিয়ে নিয়ে যেতে নামানো হয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। শনিবার জেলাশাসকদের পরিস্থিতির উপর নজর রাখতে বলেন সে রাজ্যের মুখ্যসচিব।
হাওয়া অফিস এবং প্রশাসনের তরফ থেকে জানানো হয়, অতি ভারী এবং ভারী বৃষ্টির কারণে কয়েকটি জেলার জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। গত কয়েক দিনে বৃষ্টির গড় পরিমাণ ২৫০ মিলিমিটার থেকে ৩৫০ মিলিমিটার। রবিবারও বৃষ্টি থামছে না। ফলে সতর্কতা জারি থাকছে সব জেলায়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy