গ্রাফিক—শৌভিক দেবনাথ।
শিশুদের উপর যৌননির্যাতনের বিষয়ে ‘অদ্ভূত’ রায় দিল ইলাহাবাদ হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, নাবালক বা নাবালিকার সঙ্গে মুখমেহন (ওরাল সেক্স) ‘গুরুতর যৌন হেনস্থা’ নয়। প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস (পকসো) আইনে এই অভিযোগে দোষীর শাস্তির সংস্থান রয়েছে ১০ বছর। তবে ওই মামলায় তা কমিয়ে সাত বছর কারাদণ্ডের সাজা দিয়েছে ইলাহাবাদ হাই কোর্ট।
নাবালক এবং নাবালিকার উপর ধর্ষণ বা যৌন হেনস্থার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়। হাই কোর্টের দেওয়া নির্দেশে বলা হয়েছে, অভিযুক্ত যদি নাবালক বা নাবালিকার সঙ্গে মুখমেহন বা এই জাতীয় কিছু করেন, তাহলে তা পকসো আইনের ৫/৬ বা ৯ (এম) ধারায় তা শাস্তিযোগ্য অপরাধ নয়। ওই নির্দেশে আরও বলা হয়েছে, ‘অঙ্গপ্রবেশ’ (পেনিট্রেটিভ) যৌন হেনস্থা’র শ্রেণিতে আসা কাজগুলি পকসো আইনের ৪ নম্বর ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
Reducing jail term of an accused from 10 to 7 years, the Allahabad High Court said that Oral sex with a minor does not come under 'aggravated sexual assault' under the Protection of Children from Sexual Offences (POCSO) Act. pic.twitter.com/zxrgWr9mzK
— ANI (@ANI) November 24, 2021
১০ বছরের এক নাবালককে যৌন হেনস্থায় অভিযুক্ত এক ব্যক্তিকে ঝাঁসির একটি আদালত ১০ বছরের জেলের সাজার নির্দেশ দিয়েছিল। তার পরই ইলাহাবাদ হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল নাবালক হেনস্থায় দোষীসাব্যস্ত ব্যক্তি। বুধবার ওই ব্যক্তির সাজার মেয়াদ ১০ বছর থেকে কমিয়ে সাত বছর করেছে হাই কোর্ট।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy