প্রতারণার অভিযোগ এলাহবাদ ব্যাঙ্কের, ফাইল চিত্র
হিরে ব্যবসায়ী নীরব মোদির ১২ হাজার কোটি টাকার প্রতারণার শিকার হয়েছিল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এ বার রিজার্ভ ব্যাঙ্কে এক ইস্পাত প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ জানাল এলাহাবাদ ব্যাঙ্ক। ব্যাঙ্ক কর্তৃপক্ষের অভিযোগ, নানা কায়দায় এক হাজার ৭০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে ভূষণ পাওয়ার অ্যান্ড স্টিল।
তবে শুধু এলাহাবাদ ব্যাঙ্কই নয়, ভূষণ পাওয়ার অ্যান্ড স্টিলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ জানিয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কও। তাদের অভিযোগ, ‘‘প্রায় তিন হাজার ৭০০ কোটি টাকার প্রতারণা করেছে ওই সংস্থাটি। প্রতিষ্ঠানটি ব্যাঙ্ক তহবিলের অপব্যবহার করেছে। কনসর্টিয়ামের অন্তর্গত ঋণদাতা ব্যাঙ্কগুলির থেকে টাকা নিতে নথির অপব্যবহার করেছে সংস্থাটি।’’
রিজার্ভ ব্যাঙ্কের তালিকা অনুযায়ী, ভূষণ পাওয়ার অ্যান্ড স্টিল দেশের সবথেকে বেশি ঋণগ্রস্ত সংস্থাগুলির মধ্যে অন্যতম। ঋণ শোধ করার অক্ষমতা ও দেউলিয়া আইনের নজরে দেশের যে ১২ সংস্থা রয়েছে, তার মধ্যেও রয়েছে ভূষণ পাওয়ার অ্যান্ড স্টিল। অনাদায়ী ঋণ উদ্ধারে গত ২০১৬ সালেই নয়া আইন আনে মোদী সরকার। ব্যাঙ্ক ওই অর্থ উদ্ধারে আশাবাদী। তবে এ নিয়ে মুখ খুলতে চায়নি ইস্পাত প্রস্তুতকারক সংস্থাটি।
আরও পড়ুন : লেনদেনে আধার নম্বর ভুল হলেই জরিমানা! নয়া আইন আনছে কেন্দ্র
আরও পড়ুন : নতুন মন্ত্রক নিয়ে অখুশি, পঞ্জাব মন্ত্রিসভা থেকে ইস্তফা সিধুর
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy