Advertisement
১৯ ডিসেম্বর ২০২৪
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
পটনা শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২২ ১৫:৫৩
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২২ ১৫:৩৯ key status

মিছিল করে রাজভবনে যাবেন নীতীশ

সূত্রের খবর, আরজেডি নেতা তথা লালু-পুত্র তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে মিছিল করে রাজভবনে যাবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

timer শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২২ ১৫:২৫ key status

নতুন জোটের নেতৃত্বে নীতীশ!

‘নতুন ভাবে নতুন জোটের নেতৃত্বদানের’ জন্য নীতীশ কুমারকে অভিনন্দন জানালেন জেডিইউয়ের সংসদীয় বোর্ডের সভাপতি উপেন্দ্র কুশওয়াহা। 

Advertisement
timer শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২২ ১৫:১৮ key status

বিহারে অ-বিজেপি সরকারকে সমর্থন: কংগ্রেস

বিহারে আবারও পালাবদলের জল্পনা। এই আবহে কংগ্রেস সূত্রে জানানো হয়েছে, বিহারে অ-বিজেপি সরকারকে সমর্থন জানাবে তারা। 

timer শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২২ ১৪:৫০ key status

নীতীশের বাসভবনের সামনে কড়া নিরাপত্তা

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাসভবনের সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। 

timer শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২২ ১৪:৩৩ key status

রাবড়ি দেবীর বাড়ির সামনে ভিড়

ছবি পিটিআই।

ছবি পিটিআই।

timer শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২২ ১৪:১৭

ছাড়লেন বিজেপি সঙ্গ, নীতীশ চললেন রাবড়ি দেবীর বাড়ি

অবশেষে বিজেপির সঙ্গ ছেড়ে দিলেন নীতীশ কুমার। রাজভবনে বিকেলে যাবেন। তার আগে এখন চললেন রাবড়ি দেবীর বাসভবনে।

Advertisement
timer শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২২ ১৩:১২ key status

বিকেল ৪টেয় রাজ্যপালের সঙ্গে দেখা করতে চান নীতীশ

বিকেল ৪টেয় বিহারের রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চাইলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এর আগে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সাক্ষাতের জন্য সময় চেয়েছিলেন তিনি।

timer শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২২ ১২:৪৬ key status

দলত্যাগের জল্পনা ওড়ালেন বিজেপি মন্ত্রী

বিহারে বিজেপি শিবিরে ভাঙনের জল্পনায় সংবাদ সংস্থা এএনআইকে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি মন্ত্রী বলেছেন, ‘‘কেন ইস্তফা দেব? নীতীশ কুমার কী করেন, তার জন্য অপেক্ষা করছি। তার পর আমরা পদক্ষেপ করব।’’

timer শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২২ ১২:৩০ key status

তেজস্বীকে নিয়ে রাজভবনে যাচ্ছেন নীতীশ

সূত্রের খবর, লালু-পুত্র তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে রাজভবনে যাবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। 

timer শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২২ ১২:২৩ key status

বিহারে বিজেপি শিবিরে ভাঙন?

একাধিক সংবাদমাধ্যমে দাবি, বেশ কয়েক জন বিজেপি বিধায়ক দল ছেড়ে নীতীশের শিবিরে ভিড়তে পারেন। তবে এই দাবি সত্যি হবে কি না, এ নিয়ে জল্পনা রয়েছে। 

timer শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২২ ১২:১৯ key status

দুপুর দেড়টায় বিজেপির সাংবাদিক বৈঠক

বিহারে রাজনৈতিক পালাবদল ঘিরে জোর জল্পনা। দুপুর দেড়টায় সাংবাদিক বৈঠক ডাকল বিজেপি। 

timer শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২২ ১২:১৫ key status

২০২০ বিধানসভা নির্বাচনে বিহারে ফলাফল কী ছিল?

২০২০ সালে বিধানসভা নির্বাচনে বিহারে ২৪৩ আসনের মধ্যে একক দল হিসাবে সবচেয়ে বেশি সংখ্যক আসনে জেতে লালুপ্রসাদ যাদবের আরজেডি। ৭৫টি কেন্দ্রে জয়ী হয় লালুর দল। বিজেপি জেতে ৭৪টি আসনে। তিন নম্বর হিসাবে নীতীশ কুমারের জেডিইউ পায় ৪৩টি আসন। কংগ্রেসের দখলে রয়েছে ১৯টি আসন।

timer শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২২ ১২:১১ key status

আবারও জেডিইউয়ের হাত ধরতে রাজি আরজেডি

পুরনো স্মৃতিকে পাশে সরিয়ে আবারও জেডিইউ-র হাত ধরতে আরজেডি ও কংগ্রেস সদিচ্ছা দেখিয়েছে। ২০২০ সালের বিধানসভা ভোটের ফলে দলের বিপুল সংখ্যক আসন হারিয়ে সংখ্যার বিচারে তিন নম্বরে নেমে গিয়েছেন নীতীশ! এই মুহূর্তে রাজ্য বিধানসভায় সবচেয়ে বড় দল লালুর আরজেডি। যার নেতা তেজস্বী যাদব। আসন সংখ্যার হিসাব ধরলে লালু-নীতীশ ও কংগ্রেস একজোট হলে অনায়াসেই গড়া যাবে সরকার। এই সম্ভাবনা সত্যি হলে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে হিন্দি বলয়ের অন্যতম গুরুত্বপূর্ণ এই রাজ্যে ক্ষমতা থেকে সরতে হবে বিজেপিকে। যা মোদী বাহিনীর কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। 

timer শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২২ ১২:০৮ key status

বিজেপি-জেডিইউ সম্পর্ক ছিন্ন হয়েছিল ২০১৫ সালে

বিজেপির সঙ্গে নীতীশ কুমারের জেডিইউয়ের সম্পর্কের ওঠানামা অবশ্য নতুন নয়। এর আগে ২০১৫ সালেও বিজেপির সঙ্গ ছেড়ে লালুপ্রসাদ যাদবের আরজেডির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল জেডিইউ। সে বার লালুর দলের আসন বেশি থাকলেও ‘পুরনো বন্ধু’ নীতীশকে মুখ্যমন্ত্রিত্ব দিয়েছিলেন লালু। সঙ্গে মন্ত্রী হিসেবে জুড়েছিলেন নিজের দুই ছেলে তেজস্বী ও তেজপ্রতাপকে। কিন্তু সেই সরকার বেশি দিন টেকেনি। আড়াই বছরের মাথায় ফের বিজেপির হাত ধরেন নীতীশ। মুখ্যমন্ত্রীও হন। তখনই নীতীশকে ‘বিশ্বাসঘাতক’ বলে দেগেছিলেন আরজেডি নেতারা।

timer শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২২ ১২:০০ key status

রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের সময় চাইলেন নীতীশ

বিহারে পালাবাদলের জল্পনা নয়া মাত্রা পেল। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের সময় চাইলেন নীতীশ কুমার। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ রাজ্যপালের সঙ্গে দেখা করতে চান বিহারের মুখ্যমন্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy