Advertisement
২৬ ডিসেম্বর ২০২৪
Aligarh may be called Harigarh

আলিগড় হবে হরিগড়! লোকসভা ভোটের আগে ফের নামবদলের প্রস্তাব পাশ হল যোগীর রাজ্যে

আলিগড় পুরসভার মেয়র প্রশান্ত সিঙ্ঘল মঙ্গলবার বলেন, ‘‘সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর আলিগড় শহরের নাম বদলে হরিগড় করার প্রস্তাবে সায় দিয়েছেন।’’

গ্রাফিক: সনৎ সিংহ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
আলিগড় শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৩ ১৫:২৮
Share: Save:

দু’বছর আগে উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের সময়ই দাবি উঠেছিল। শেষ পর্যন্ত বিজেপি পরিচালিত আলিগড় পুরসভা আনুষ্ঠানিক ভাবে সেই দাবিতে সায় দিয়ে প্রস্তাব পাশ করল। দিল্লির প্রথম মুসলিম শাসক কুতুবউদ্দিন আইবকের জমানায় গড়ে ওঠা পশ্চিম উত্তরপ্রদেশের ওই শহরের নতুন নাম হবে হরিগড়়!

আলিগড় পুরসভার অধিবেশনে বিজেপি কাউন্সিলর সঞ্জয় পণ্ডিত সোমবার প্রস্তাবটি পেশ করেন। মেয়র প্রশান্ত সিঙ্ঘল মঙ্গলবার বলেন, ‘‘সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর আলিগড় শহরের নাম হরিগড় করার প্রস্তাবে সায় দিয়েছেন।’’ লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজ্যে নতুন করে শুরু হওয়া নাম বদলের প্রক্রিয়া ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিযোগ করেছেন বিরোধীরা।

২০১৭ সালে যোগী প্রথমবার উত্তরপ্রদশের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই একের পর এক শহরের নাম বদলানো হয়েছে। তাঁর জমানায় এলাহাবাদ হয়েছে প্রয়াগরাজ, মুঘলসরাই হয়েছে দীনদয়াল উপাধ্যায় নগর, ফৈজাবাদ বদলেছে অযোধ্যায়, ফিরোজাবাদ হয়েছে চন্দ্রনগর। যোগী রাজ্যের নাম বদলের ধারাবাহিক বৃত্তান্তে সাম্প্রতিকতম সংযোজন আলিগড়। সম্প্রতি আজমগড়ের নাম বদলে আর্যমগড় এবং মৈনপুরীর নাম ময়নগর করার ইঙ্গিত দিয়েছেন যোগী। সুলতানপুর, গাজিপুর, ফারুকাবাদের নাম বদল হতে পারে বলেও সরকারি সূত্রের খবর।

আলিগড়কে ‘তালা শহর’ বলে জানে গোটা দেশ। সেই শহরের নামের সঙ্গে জড়িয়ে আছে আলিগড় বিশ্ববিদ্যালয়, আলিগড় বিমানবন্দরের নামও। সেই আলিগড়ের নাম বদলের পর ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয়ের নাম বদলের উদ্যোগ শুরু হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রসঙ্গত, কয়েক বছর আগেই আলিগড় বিমানবন্দরের নাম প্রয়াত বিজেপি নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংহের নামে করার প্রস্তাব ঘিরে বিতর্ক দানা বেঁধেছিল। ২০২১ সালে উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের পর আলিগড় জেলা পরিষদ জেলার নাম বদলে হরিগড় করার প্রস্তাব পাশ করানোর পরে বিক্ষোভ, আন্দোলন হয়েছিল সেখানে।

অন্য বিষয়গুলি:

Aligarh Aligarh Muslim University Yogi Adityanath Uttar Pradesh Name Change
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy