Advertisement
E-Paper

রাহুলের ‘ন্যায় যাত্রা’য় কি যোগ দেবেন ‘ইন্ডিয়া’-সঙ্গী অখিলেশ? কংগ্রেসকে শর্ত দিয়ে রাখল এসপি

সোমবার দুপুরের দিকে অখিলেশ নিজেই জানান, কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত না হলে তিনি বা তাঁর দলের কেউ রাহুলের যাত্রায় যোগ দেবেন না।

Akhilesh Yadav\\\\\\\'s offer of fifteen seats in Uttar Pradesh to Congress, and a Yatra condition

রাহুল গান্ধী (বাঁ দিকে) এবং অখিলেশ সিংহ যাদব। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:২৮
Share
Save

রাহুল গান্ধীর ‘ভারত জোড়়ো ন্যায় যাত্রা’ উত্তরপ্রদেশে প্রবেশ করেছে। বিহারে রাহুলের যাত্রায় দেখা গিয়েছিল বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শরিক তথা আরজেডি নেতা তেজস্বী যাদবকে। কিন্তু উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত এই যাত্রায় শামিল হননি অখিলেশ। মুলায়ম সিংহ যাদবের পুত্র আদৌ যোগ দেবেন কি না, তা নিয়েও সংশয় রয়েছে। তবে সমাজবাদী পার্টি (এসপি)-র একটি সূত্র মারফত জানা গিয়েছে, কংগ্রেস একটি শর্ত মেনে নিলে ‘ন্যায় যাত্রা’য় শামিল হবেন অখিলেশ।

কী সেই শর্ত? এসপি-র একটি সূত্রকে উদ্ধৃত করে ‘এনডিটিভি’ জানিয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে মাত্র ১৫টি আসনে লড়াই করার প্রস্তাব দিয়েছে অখিলেশের দল। কংগ্রেস এই শর্ত মেনে নিলে তবেই উত্তরপ্রদেশে জোট বেঁধে লড়াই করবে দুই দল। আর কংগ্রেসের এই শর্তে রাজি হওয়া বা না-হওয়ার উপরেই নির্ভর করছে অখিলেশ যাত্রায় যোগ দেবেন কি না। সোমবার দুপুরের দিকে অখিলেশ নিজেই জানান, কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত না হলে তিনি বা তাঁর দলের কেউ রাহুলের যাত্রায় যোগ দেবেন না।

চলতি বছরের গোড়ার দিকে অখিলেশ দাবি করেছিলেন, লোকসভা ভোটে উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে ১১টি কংগ্রেসকে ছাড়ার বিষয়ে সমঝোতা হয়েছে। যদিও তার পরেই কংগ্রেসের তরফে জানানো হয়, আলোচনা এখনও শেষ হয়নি। কিন্তু জানুয়ারি মাসের শেষে একতরফা ভাবে উত্তরপ্রদেশের ১৬টি লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘ‌োষণা করে দেয় এসপি।

২০১৪-য় উত্তরপ্রদেশে সনিয়া এবং রাহুল গান্ধী জিতলেও ২০১৯-এ অমেঠীতে রাহুল হেরে যান। কংগ্রেসের তরফে রায়বরেলীতে জেতেন শুধু সনিয়া। এই পরিস্থিতিতে ‘দুর্বল’ কংগ্রেসকে অখিলেশ শেষ পর্যন্ত গোটা পনেরো আসন ছাড়তে পারেন বলে এসপি সূত্রে খবর। ২০১৯-এর লোকসভা নির্বাচনে ‘সৌজন্যের খাতিরে’ অমেঠি এবং রায়বরেলীতে প্রার্থী দেয়নি এসপি। তবে এ বার ১৫টি আসনের অতিরিক্ত কোনও আসন কংগ্রেসকে ছাড়া হবে না বলে ওই সূত্রের খবর। সোমবার রাহুলের ন্যায় যাত্রা অমেঠীতে ঢুকছে। চার দিনের সফরে অমেঠীতে যাচ্ছেন বিজেপির স্মৃতি ইরানিও—পাঁচ বছর আগে যাঁর কাছে পরাজিত হয়েছিলেন রাহুল।

Congress sp akhilesh yadav Seat sharing Uttar Pradesh India Lok Sabha Election 2024

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে

Best Value
এক বছরে

৫১৪৮

১৯৯৯

এক বছর পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
এক মাসে

৪২৯

১৬৯

এক মাস পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।