Advertisement
০১ জানুয়ারি ২০২৫
Akhilesh Yadav

‘শিবলিঙ্গ রয়েছে যোগী আদিত্যনাথের বাড়ির নীচে’! খোঁড়ার দাবি তুললেন অখিলেশ

রবিবার অখিলেশ দাবি করেন যে, লখনউতে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের নীচে শিবলিঙ্গ রয়েছে। অখিলেশের কথায়, “মুখ্যমন্ত্রীর লখনউয়ের বাসভবনের তলায় শিবলিঙ্গ রয়েছে। আমরা এটা জানি।”

(বাঁ দিকে) যোগী আদিত্যনাথ এবং অখিলেশ সিংহ যাদব (ডান দিকে)।

(বাঁ দিকে) যোগী আদিত্যনাথ এবং অখিলেশ সিংহ যাদব (ডান দিকে)। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ২০:১৭
Share: Save:

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারি বাসভবনের নীচে শিবলিঙ্গ রয়েছে বলে দাবি করলেন সমাজবাদী পার্টি (এসপি)-র প্রধান অখিলেশ সিংহ যাদব। সেখান খননকার্য চালানোর দাবিও তুলেছেন মুলায়ম-পুত্র।

রবিবার লখনউতে সাংবাদিক বৈঠক করেন অখিলেশ। সেখানেই তিনি দাবি করেন যে, লখনউতে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের নীচে শিবলিঙ্গ রয়েছে। অখিলেশের কথায়, “মুখ্যমন্ত্রীর লখনউয়ের বাসভবনের তলায় শিবলিঙ্গ রয়েছে। আমরা এটা জানি। এটি খননকার্য করে দেখা উচিত।

প্রসঙ্গত, অযোধ্যার রামমন্দির নির্মাণ শুরু হওয়ার পরে আদালতে দাবি উঠেছে, এ বার মথুরায় শাহি ইদগাহ মসজিদ ও বারাণসীর জ্ঞানবাপী মসজিদ সরানো হোক। অতি সম্প্রতি একই দাবি উঠেছে সম্ভলের শাহি জামা মসজিদকে ঘিরেও। অতীতে এই সমস্ত জায়গায় মন্দির ছিল, এমনটা দাবি করে ফের তা নির্মাণের দাবিও উঠেছে। মনে করা হচ্ছে এই সমস্ত ঘটনার দিকে ইঙ্গিত করেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিজেপিকে কটাক্ষ করতে চেয়েছেন অখিলেশ।

সম্ভলের ঘটনা নিয়ে উত্তরপ্রদেশের বিজেপি সরকারকে আক্রমণ করে অখিলেশ বলেন, “ওরা কেবল খুঁজেই যাবে। এক দিন খুঁড়তে খুঁড়তে ওরা নিজেদের সরকারটাই খুঁড়ে ফেলবে।”

সম্প্রতি রামমন্দিরের অনুকরণ নিয়ে নিজের অসন্তোষের কথা জানিয়েছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবত। তিনি বলেছিলেন, “রামমন্দির তৈরি হওয়ার পর কেউ কেউ মনে করছেন তাঁরা নতুন নতুন জায়গায় একই ধরনের বিষয় সামনে এনে হিন্দুদের নেতা হয়ে উঠবেন। এটা মানা যায় না।”

অন্য বিষয়গুলি:

Akhilesh Yadav Yogi Adityanath UP Uttar Pradesh sp
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy