Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Akash Vijayvargiya

‘খালি হাতে ঘুরি না’, মধ্যপ্রদেশ সরকারকে হুমকি দিয়ে ফের বিতর্কে কৈলাসপুত্র

লাগাতার বৃষ্টির জেরে মধ্যপ্রদেশে প্রচুর শস্য নষ্ট হয়েছে। সে জন্য কৃষকদের ক্ষতিপূরণের দাবি তুলতে শুরু করেছে বিজেপি।

ফের বিতর্কে আকাশ বিজয়বর্গীয়। —ফাইল চিত্র।

ফের বিতর্কে আকাশ বিজয়বর্গীয়। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
ইনদওর শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৯ ১৯:০৪
Share: Save:

এক পুর আধিকারিককে ব্যাট দিয়ে পিটিয়েছিলেন তিনি। এ বার প্রকাশ্যে মধ্যপ্রদেশের কংগ্রেস সরকারকে হুমকি দিলেন পশ্চিমবঙ্গে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয়। রাজ্য সরকারের উদ্দেশে এ বার তাঁর হুমকি, ‘‘খালি হাতে ঘুরে বেড়াই না আমরা।’’

লাগাতার বৃষ্টির জেরে মধ্যপ্রদেশে প্রচুর শস্য নষ্ট হয়েছে। সে জন্য কৃষকদের ক্ষতিপূরণের দাবি তুলতে শুরু করেছে বিজেপি। লাগামছাড়া বিদ্যুতের বিল নিয়েও কমলনাথ নেতৃত্বাধীন কংগ্রেস সরকারকে কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে তারা। তা নিয়ে সম্প্রতি একটি প্রতিবাদ সভায় আকাশ বলেন, ‘‘অসময়ে বৃষ্টির জেরে কৃষকদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। যত শীঘ্র সম্ভব কৃষকদের হাতে যাতে ক্ষতিপূরণ পৌঁছে যায়, কংগ্রেসের সমস্ত মন্ত্রী, বিধায়ক এবং নেতাদের তা সুনিশ্চিত করতে হবে। বিদ্যুৎ পরিষেবার ঠিক নেই অথচ বিল আসছে লক্ষ লক্ষ টাকার। অবিলম্বে এই সমস্যার সমাধান করতে হবে। আমরা যে খালি হাতে ঘুরি না, তা ভাল করেই জানেন।’’

সোশ্যাল মিডিয়ায় তাঁর এই হুমকির ভিডিয়ো সামনে আসতেই শোরগোল শুরু হয়ে গিয়েছে মধ্যপ্রদেশের রাজনৈতিক মহলে। কৈলাসপুত্রের তীব্র সমালোচনা করেছেন সে রাজ্যের প্রদেশ কংগ্রেসের মুখপাত্র নীলাভ মিশ্র। তিনি বলেন, ‘‘পুর আধিকারিককে ব্যাট দিয়ে পিটিয়েছিলেন। তিনিই যে এমন হুমকি দিতে পারেন, এ আর বড় কথা কী!’’

আরও পড়ুন: উকিলদের সঙ্গে সংঘর্ষের জের, পুলিশকর্মীদের বেনজির বিক্ষোভ দিল্লিতে

আরও পড়ুন: বেতন বাড়ছে কলেজ-বিশ্ববিদ্যালয়ে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী​

এর আগে, গত জুন মাসে এক পুর আধিকারিককে ব্যাট দিয়ে পিটিয়ে খবরের শিরোনামে উঠে এসেছিলেন আকাশ। তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত তাঁর সমালোচনা করেছিলেন। কিন্তু এত কিছুর পরও বিজেপির তরফে তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। দিন কয়েক জেলে থাকার পর জামিনে মুক্তিও পেয়ে যান তিনি। এ ভাবে নিস্তার পেয়ে যাওয়াতেই আকাশের ঔদ্ধত্য আরও বেড়েছে বলে দাবি নীলাভর। তাঁর কথায়, ‘‘এত কিছুর পরও শিক্ষা হয়নি ওঁর। প্রকাশ্যে দলের প্রতিনিধিদের নৈরাজ্যবাদী আচরণে হয়ত বিজেপির অন্দরে গ্রহণযোগ্য।’’

অন্য বিষয়গুলি:

Akash Vijayvargiya BJP Congress Madhya Pradesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE