ছবি: সংগৃহীত।
ফেসবুক-টুইটারে ট্রোল তো ছিলই। এ বার সোশ্যাল মিডিয়ায় অকথ্য ভাষায় আক্রমণের মুখে পড়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন ঐশী ঘোষ। জেএনইউয়ের ছাত্র সংসদ জেএনইউএসইউয়ের প্রেসিডেন্ট ঐশী জানান, প্রথমে ফি বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন এবং পরে সিএএ-এনআরসির বিরুদ্ধে সুর চড়ানোয় বেশ কিছু দিন ধরেই সামাজিক মাধ্যমে খারাপ ভাষায় আক্রমণের মুখে পড়তে হচ্ছিল। কিন্তু ৫ এপ্রিল ফেসবুকে সুজিত কুন্ডু নামে এক ব্যক্তির এক প্রোফাইল থেকে যে ভাষায় তাঁকে আক্রমণ করা হয়েছে, তা কহতব্য নয়। ঐশীর কথায়, “রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু তা বলে কারও সম্পর্কে যে এই ভাষা প্রয়োগ করা যায়, তা কল্পনার অতীত। এক জন মহিলা সম্পর্কে এমন কথা বলার এবং ভাষা প্রয়োগের স্পর্ধা এক জন পান কী ভাবে!”
এই ঘটনার পরে পুলিশের কাছে তাঁর হয়ে অভিযোগ দায়ের করেছে এসএফআই। তিনি নিজে যার সদস্যা। কলকাতা, রাজ্য এবং দুর্গাপুর-আসানসোল পুলিশের কাছে টুইটারে অভিযোগ জানিয়েছেন ঐশীও। বিষয়টি সাইবার অপরাধ শাখার নজরে আনা হয়েছে।
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy