এয়ার মার্শাল ভি কে চৌধুরি। ছবি: সংগৃহীত।
ভারতীয় বায়ুসেনার নয়া প্রধান হলেন এয়ার মার্শাল বিবেক রাম চৌধুরি। বৃহস্পতিবার বিদায়ী বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আর কে এস ভদৌরিয়ার স্থলাভিষিক্ত হলেন তিনি। এয়ার চিফ মার্শাল কে এস ভদৌরিয়া বৃহস্পতিবারই অবসর নিয়েছেন।
দক্ষ যুদ্ধবিমান চালক হিসেবে পরিচিত চৌধুরি ১৯৮২ সালে ভারতীয় বায়ুসেনায় যোগ দিয়েছিলেন। তেজস, সুখোই-৩০, রাফাল-সহ নানা যুদ্ধবিমান ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্তির নেপথ্যে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অংশ নিয়েছেন কার্গিল যুদ্ধেও। চার দশকের কর্মজীবনে বিমানবাহিনীতে নিরবচ্ছিন্ন অবদানের জন্য বিভিন্ন সময়ে পরম বিশিষ্ট সেবা মেডেল, অতি বিশিষ্ট সেবা মেডেল, বায়ুসেনা মেডেলে সম্মানিত করা হয়েছে তাঁকে।
Air Chief Mshl VR Chaudhari took over command of the #IndianAirForce as its 27th Chief from Air Chief Mshl RKS Bhadauria on 30 Sep. Air Chief Mshl Chaudhari, commissioned in Dec 82 in the fighter stream of #IAF, was the #VCAS prior to taking over as #CAS pic.twitter.com/QVnreNgQ8L
— Indian Air Force (@IAF_MCC) September 30, 2021
গত বছর লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) পেরিয়ে চিনাফৌজের অনুপ্রবেশের সময় বায়ুসেনার পশ্চিম কমান্ডের প্রধান ছিলেন এয়ার মার্শাল চৌধুরি। সম্ভাব্য চিনা হামলা ঠেকাতে বায়ুসেনার প্রস্তুতির মূল দায়িত্ব ছিল তাঁর উপর। এর পর গত ১ জুলাই বায়ুসেনার উপপ্রধানের দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। বায়ুসেনার বিধি মেনে প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবারই এয়ার চিফ মার্শাল হিসেবে পদোন্নতি হয়েছে চৌধুরির। প্রসঙ্গত, তাঁর ছেলেও বায়ুসেনার রাফাল স্কোয়াড্রনের ‘ফাইটার পাইলট’।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy