শীঘ্রই ভারতে ফিরতে চলেছে চিনে আটকে পড়া ৩২৫জন ভারতীয়। ছবি: রয়টার্স
করোনাভাইরাস সংক্রমিত চিনের উহানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে পৌঁছে গেল ভারতীয় বিমান। শুক্রবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ উহানে পৌঁছয় বোয়িং ৭৪৭ বিমানটি। আটকে পড়া ৩২৫ জন ভারতীয়কে ফিরিয়ে আনার কথা বিমানটির। ভারতীয় সেনার সূত্রে খবর, ফিরে আসার পর এই ভারতীয়দের পর্যবেক্ষণের জন্যে মানেসরে রাখা হবে। খতিয়ে দেখা হবে তাদের মধ্যে কেউ সংক্রমিত কি না।
ভারতীয় বোয়িং ৭৪৭ বিমান এ দিন মুম্বই থেকে রওনা দেয় বেলা ১২টা নাগাদ। সেখান থেকে ঘণ্টা খানেকের জন্য দিল্লিতে নামে বিমানটি। সেখান থেকে চিকিৎসার যাবতীয় সরঞ্জাম এবং পাঁচজন চিকিৎসককে নিয়ে বিমানটি রওনা হয়। ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ উহানে নামে বিমানটি।
উহানের হুবেই প্রদেশে মোট ১২০০ ভারতীয় বাস করেন। তার মধ্যে ৬০০ জনের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে এখনও পর্যন্ত। তার মধ্যে উহান শহরে ৩২৫ জনের বেশি ভারতীয় বর্তমানে আটকে রয়েছেন।
দেখুন ভিডিয়ো:
#WATCH Air India special flight from Delhi lands in Wuhan (China) for the evacuation of Indians. #coronavirus pic.twitter.com/ccJHo6rw0K
— ANI (@ANI) January 31, 2020
আরও পড়ুন:আগামিকাল নির্ভয়া কাণ্ডে দণ্ডিতদের ফাঁসি হচ্ছে না
আরও পড়ুন:চিনে মৃত বেড়ে ২১৩, করোনাভাইরাস নিয়ে জরুরি অবস্থা ঘোষণা করল হু
করোনাভাইরাস প্রতিকারে এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নিতে পারেনি চিন। আবিষ্কার হয়নি কোনও প্রতিষেধক। অন্য দিকে প্রতিদিন লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। বৃহস্পতিবার পর্যন্ত যেখানে চিনে মৃতের সংখ্যা ছিল ১৭০, শুক্রবার তা বেড়ে হয় ২১৩। এর মধ্যে শুধু হুবেই প্রদেশেই মৃত্যু হয়েছে ২০৪ জনের। সমগ্র চিনে আক্রান্তের সংখ্যা প্রায় ১০ হাজার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy