Advertisement
৩১ অক্টোবর ২০২৪
Air India

ডিসেম্বর পর্যন্ত আমেরিকাগামী ৬০টি বিমান বাতিল করতে চলেছে এয়ার ইন্ডিয়া! কারণ কী?

সংবাদ সংস্থা পিটিআইকে এক সূত্র জানিয়েছে, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন, শিকাগো, নেওয়ার্ক এবং নিউ ইয়র্কগামী ৬০টি বিমান বাতিল করেছে এয়ার ইন্ডিয়া।

প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রতিনিধিত্বমূলক ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১২:২৬
Share: Save:

ডিসেম্বর পর্যন্ত আমেরিকাগামী ৬০টি বিমান বাতিল করতে চলেছে এয়ার ইন্ডিয়া। সূত্রের খবর, নভেম্বর থেকেই উড়ান বাতিল হচ্ছে। ডিসেম্বর পর্যন্ত এই অবস্থা জারি থাকবে। বাতিল হওয়া বিমানগুলির মধ্যে দিল্লি-শিকাগো, দিল্লি-ওয়াশিংটনের মতো গুরুত্বপূর্ণ রুটের বিমান রয়েছে।

এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছিল, নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে কিছু বিমান বাতিল করা হতে পারে। তবে কোন পথের বিমান বাতিল করা হচ্ছে, সে সম্পর্কে স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি। বেশ কিছু বিমানের মেরামতির কাজ করানো হচ্ছে। ফলে বিমানের সংখ্যা কমতে পারে। তবে এর জন্য যাত্রীদের আগাম জানিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি বিমান সংস্থাটির।

সংবাদ সংস্থা পিটিআইকে ওই সূত্র জানিয়েছে, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন, শিকাগো, নেওয়ার্ক এবং নিউ ইয়র্কগামী ৬০টি বিমান বাতিল করেছে এয়ার ইন্ডিয়া। ১৫ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে এই পথের বিমানগুলি বাতিল করা হয়েছে। তার মধ্যে দিল্লি থেকে শিকাগোগামী ১৪টি বিমান, দিল্লি থেকে ওয়াশিংটনগামী ২৮টি, দিল্লি থেকে সান ফ্রান্সিকোগামী ১২টি, দিল্লি থেকে নেওয়ার্কগামী ২টি এবং মুম্বই থেকে নিউ ইয়র্কগামী চারটি বিমান বাতিল করা হয়েছে।

এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, এই পথের বেশ কয়েকটি বিমানের মেরামতির কাজ চলছে। ফলে সেগুলি পরিষেবায় ফিরতে সময় লাগছে। যার জেরে বিমানের সংখ্যাও কমেছে। ফলে কিছু সংখ্যক বিমান বাতিল করা হয়েছে। বর্তমানে দিল্লি থেকে ওয়াশিংটনগামী পাঁচটি বিমান চালাচ্ছে এয়ার ইন্ডিয়া। দিল্লি থেকে নিউ ইয়র্কগামী এবং মুম্বই থেকে নিউ ইয়র্কগামী সাতটি বিমান চালাচ্ছে প্রতি সপ্তাহে। আবার দিল্লি-শিকাগো পথে প্রতি সপ্তাহে সাতটি বিমান চালাচ্ছে সংস্থাটি। দিল্লি, মুম্বই এবং বেঙ্গালুরু থেকে সান ফ্রান্সিসকোগামী বিমান পরিষেবা রয়েছে এয়ার ইন্ডিয়ার। সপ্তাহে ১১টি বিমান এই পথে চালায় সংস্থাটি।

অন্য বিষয়গুলি:

Air India Flights
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE