এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমানটি উড়ানের পরেই একটি ইঞ্জিন থেকে ধোঁয়া বার হতে দেখা যায়। — ফাইল ছবি।
শুক্রবার সকালে আবু ধাবি থেকে কালিকট যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমান। উড়ানের পরেই মাঝ আকাশে একটি ইঞ্জিন থেকে ধোঁয়া বার হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে ‘জরুরি’ অবস্থা ঘোষণা করা হয়। আবু ধাবি বিমান বন্দরে ফিরিয়ে আনা হয় বিমানটিকে। যাত্রীরা নিরাপদে নেমে গিয়েছেন বিমান থেকে।
অসামরিক বিমান নিয়ামক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)-এর জানানো হয়েছে, ‘‘২০২৩ সালের ৩ ফেব্রুয়ারি বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি উড়ানের পর ফিরিয়ে আনা হয়েছে। আবু ধাবি থেকে কালিকট যাচ্ছিল সেটি। ১০০০ ফিট উচ্চতায় বিমানের এক নম্বর ইঞ্জিন থেকে ধোঁয়া বার হতে দেখা গিয়েছিল বলেই জরুরি অবতরণ করানো হয়েছে।’’
বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ২০২২ সালে দেশীয় সংস্থার বিমানগুলিতে ৫৪৬ বার প্রযুক্তিগত গোলমাল হয়েছে। এয়ার ইন্ডিয়ার বিমানে ৬৪ বার প্রযুক্তিগত গোলযোগ দেখা দিয়েছে।
Air India Express flight from Abu Dhabi to Calicut landed back at Abu Dhabi airport after a flame was detected in one of the engines. The aircraft landed safely and all passengers are safe: Air India Express pic.twitter.com/ACnDbFZCZV
— ANI (@ANI) February 3, 2023
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy