দুই বন্ধুর সঙ্গে গাড়ি করে ঘুরতে গিয়ে মৃত্যু হল এক বিমানসেবিকার। বৃহস্পতিবার রাতে খালে ডুবে যাওয়া গাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হয়। ঘটনাটি মধ্যপ্রদেশের ভোপালের।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম হর্ষিতা শর্মা। বৃহস্পতিবার দুই বন্ধু জয় এবং সুজলের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন হর্ষিতা। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, গাড়ি চালাচ্ছিলেন জয়। হোলি ক্রস স্কুলের কাছে গাড়ির সামনে একটি গরু চলে আসে। আর তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন জয়। তার পরই গাড়িটি সোজা গিয়ে পড়ে খালের জলে।
এই ঘটনার পরই জয় এবং সুজল কোনও রকমে গাড়ি থেকে বেরোন। কিন্তু হর্ষিতার মাথায় গুরুতর আঘাত লাগায় তিনি গাড়ি থেকে বার হতে পারেননি। গাড়িসমেত ডুবে যান খালে। স্থানীয়েরা গাড়িটিকে খালে পড়তে দেখে উদ্ধারের জন্য আসেন। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে গাড়িটিকে তোলে। গাড়ির ভিতরে হর্ষিতার দেহ উদ্ধার হয়।
পুলিশ জানিয়েছে, ২০২৩ সালে বিমানসেবিকার প্রশিক্ষণ শেষ করেন হর্ষিতা। সম্প্রতি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে চাকরি পেয়েছিলেন। বৃহস্পতিবারই বেঙ্গালুরু থেকে ভোপালে ফেরেন। পরিবারের দাবি, হর্ষিতা যে ভোপালে ফিরেছিলেন সেই খবর তাঁরা জানতেনই না। শুক্রবার ছিল হর্ষিতার জন্মদিন। বুধবার ফোন করে জানিয়েছিলেন যে তিনি বাড়িতে ফিরবেন শুক্রবার। কিন্তু বৃহস্পতিবারই তিনি ভোপালে আসেন। একটি হোটেলে ওঠে। সেখান থেকে দুই বন্ধুর সঙ্গে গাড়ি করে ঘুরতে বেরিয়েছিলেন।