বাজেট অধিবেশন সাধারণত শুরু হয় প্রতিবছর জানুয়ারি মাসের শেষ সপ্তাহে। তার আগে সংসদের এত কর্মী করোনা আক্রান্ত হওয়ায় উদ্বেগ বেড়েছে। ফাইল চিত্র
সামনেই সংসদের বাজেট অধিবেশন। তার আগে সংসদের ৪০০-রও বেশি কর্মী কোভিড পজিটিভ। সংসদের সরকারি সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই এই খবর জানিয়েছে। ওই সূত্র বলেছে, সংসদে মোট ১ হাজার ৪০৯ জনের কোভিড পরীক্ষা করানো হয়। তার মধ্যে ৪০২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। ওই সূত্রের কথায়, ‘‘৪ থেকে ৮ জানুয়ারির মধ্যে ওই পরীক্ষার রিপোর্ট আসে। জিন পরীক্ষার জন্য সংক্রমিতদের নমুনা পাঠানো হয়েছে।’’ বাজেট অধিবেশন সাধারণত শুরু হয় প্রতি বছর জানুয়ারি মাসের শেষ সপ্তাহে। এমনিতেই শাসক-বিরোধী দলের বহু সাংসদ করোনা-আক্রান্ত, তার উপর সংসদের এত কর্মী আক্রান্ত হওয়ায় উদ্বেগ বেড়েছে।
৪০২ জনের মধ্যে লোকসভার ২০০, রাজ্যসভার ৬৯ জনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। সংসদ ভবনের মধ্যে যাঁরা কাজ করেন, তাঁদের মধ্যেই ৪০২ জন সংক্রমিত। সংসদ ভবনের বাইরে যাঁরা কাজ করেন, তাঁদের মধ্যে কারা সংক্রমিত, তা উল্লেখ করা হয়নি ওই তালিকায়।
Rajya Sabha Chairman M Venkaiah Naidu has reviewed the situation & directed that necessary measures be taken to contain the spread of the virus among the Secretariat officials & staff ahead of the Budget session which is to begin towards the end of this month
— ANI (@ANI) January 9, 2022
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রবিবারের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, শনিবারের তুলনায় দেশে আক্রান্ত বেড়েছে ১২ শতাংশেরও বেশি। গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন এক লক্ষ ৫৯ হাজার ৬৩২ জন। তার মধ্যে ওমিক্রনে আক্রান্ত তিন হাজার ৬২৩ জন। সম্প্রতি দিল্লির বিপর্যয় মোকাবিলা দফতর একটি নির্দেশিকায় বলেছে, সব সরকারি দফতরকে ৫০ শতাংশের কম কর্মী নিয়ে কাজ করতে হবে। বাকিরা বাড়ি থেকে কাজ করবেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy