অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় যখন দেশ জুড়ে আগুন জ্বলছে, তখন এই প্রকল্প ফিরিয়ে নেওয়ার দাবিতে প্রস্তাব পাশ করল রাজস্থানের কংগ্রেস সরকার। বাম শাসিত কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি লিখে আর্জি জানিয়েছেন, অগ্নিপথ প্রকল্প স্থগিত করার।
শনিবার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বাসভবনে মন্ত্রিসভার সদস্যরা মিলিত হয়েছিলেন। সেখানেই কেন্দ্রীয় সরকারকে অগ্নিপথ প্রকল্প ফিরিয়ে নিতে বলে একটি প্রস্তাব পাশ হয়। তার পর এ কথা টুইট করে জানান মুখ্যমন্ত্রী গেহলট।
अतः राज्य सरकार का यह मानना है कि केन्द्र सरकार को ऐसी कोई भी योजना लाने से पहले सभी हितधारकों के साथ व्यापक चर्चा करनी चाहिए थी।
— Ashok Gehlot (@ashokgehlot51) June 18, 2022
राज्य मंत्रिपरिषद् सर्वसम्मति से यह प्रस्ताव पास करती है कि व्यापक जनहित एवं युवाओं की भावना को ध्यान में रखते हुए अग्निपथ योजना को वापस लिया जाए।
শনিবারই একই দাবিতে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি পাঠিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। চিঠিতে তিনি লিখেছেন, কাজের আশায় ঘুরে বেড়ানো যুবকেরা যেমন অগ্নিপথ চাইছেন না, তেমনই প্রতিরক্ষা বিশেষজ্ঞদেরও একটি অংশ এই প্রকল্পের বিরোধিতা করছেন। তা হলে কেন্দ্রীয় সরকার কেন উত্তর দিয়ে তাদের সন্তুষ্ট করছে না। এই পরিস্থিতিতে এই প্রকল্পের বাস্তবায়ন স্থগিত রাখার আর্জি জানিয়েছেন বিজয়ন। পাশাপাশি চিঠিতে তিনি প্রশ্ন তুলেছেন, কেন্দ্রীয় সরকারের ৮.৭২ লক্ষ পদ খালি পড়ে রয়েছে। কেন্দ্র কেন সেই পদগুলো পূরণ করার ব্যাপারে ভাবছে না?