গ্রাফিক— সনৎ সিংহ।
অগ্নিপথ বিক্ষোভে যখন জ্বলছে দেশের এক ডজন রাজ্য তখন বিভিন্ন উপায়ে তরুণ সম্প্রদায়ের ক্ষোভ প্রশমনের চেষ্টায় ব্যস্ত কেন্দ্রীয় সরকার। বিভিন্ন বিজেপিশাসিত রাজ্যের সরকারও অগ্নিবীরদের একাধিক সংরক্ষণের প্রতিশ্রুতি দিচ্ছে। এমন সময় বেফাঁস মন্তব্য করে বিতর্ক বাধালেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। ইনদওরে একটি দলীয় অনুষ্ঠানে অগ্নিপথ প্রকল্পের সুবিধা জানাতে গিয়ে তিনি দাবি করেন, বিজেপি কার্যালয়ে নিরাপত্তারক্ষী হিসেবে অগ্রাধিকার পাবেন অগ্নিবীরেরা। ইতিমধ্যেই ভাইরাল কৈলাসের সেই মন্তব্য।
রবিবার মধ্যপ্রদেশের ইনদওরে বিজেপির একটি কার্যালয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন কৈলাস। সেখানেই অগ্নিপথ প্রকল্পের বিভিন্ন সুবিধা বর্ণনা করছিলেন একদা পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপির এই কেন্দ্রীয় নেতা। সেখানেই তিনি বলে বসেন, ‘‘আমাকে যদি এই অফিসে, বিজেপির অফিসে সিকিউরিটি রাখতে হয়, তাহলে আমি অগ্নিবীরদের অগ্রাধিকার দেব।’’
अग्निपथ को लेकर सारी शंकाए दूर कर दी- भाजपा के कैलाश विजयवर्गीय ने।
— Congress (@INCIndia) June 19, 2022
ये सत्याग्रह इसी मानसिकता के खिलाफ है।#SatyagrahaAgainstAgnipath pic.twitter.com/yUYzPZAZDK
কৈলাস-বচন প্রকাশ্যে আসতেই শুরু হয় বিরোধী আক্রমণ। কংগ্রেসের দাবি, মোদী সরকার সেনাকেও ‘স্কিল ডেভলপমেন্টে’র কাজে লাগিয়ে দিয়েছে, যাতে বিজেপি অফিসে নিরাপত্তারক্ষীর অভাব না হয়! আপ-প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল বিজেপিকে আক্রমণ করে টুইট করেন। তিনি লেখেন, ‘আমাদের দেশের যুব সম্প্রদায় দিন রাত এক করে খাটাখাটনি করে সেনার শারীরিক পরীক্ষা পাশ করেন এই জন্য যে তাঁরা দেশের জন্য প্রাণ দিতে চান। কিন্তু বিজেপি মনে করছে, তার উদ্দেশ্য তাদের দফতরের বাইরে নিরাপত্তারক্ষী সরবরাহ করা! কৈলাসের মন্তব্যের সমালোচনা করে টুইট করেছেন বিজেপি সাংসদ বরুণ গাঁধীও। তিনি লিখেছেন, ‘যে মহান সেনাবাহিনীর প্রশংসা হয় বিশ্ব জুড়ে, তাকে কোনও রাজনৈতিক দলের দফতরের সামনে নিরাপত্তারক্ষীর কাজ যিনি দিচ্ছেন, সেই কাজ তাঁকেই মানায়।’
जिस महान सेना की वीर गाथाएँ कह सकने में समूचा शब्दकोश असमर्थ हो, जिनके पराक्रम का डंका समस्त विश्व में गुंजायमान हो, उस भारतीय सैनिक को किसी राजनीतिक दफ़्तर की ‘चौकीदारी’ करने का न्यौता, उसे देने वाले को ही मुबारक।
— Varun Gandhi (@varungandhi80) June 19, 2022
भारतीय सेना माँ भारती की सेवा का माध्यम है, महज एक ‘नौकरी’ नहीं। pic.twitter.com/Ehq0rwx0zV
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy