দৈনিক এক লক্ষ সংক্রমণের গন্ডী অতিক্রম করল করোনা। গ্রাফিক: শৌভিক দেবনাথ
ভারতে একদিনে দৈনিক সংক্রমণ বাড়ল প্রায় ৩০ শতাংশ। একই সঙ্গে সাত মাস পর করোনায় দৈনিক এক লক্ষ আক্রান্ত হওয়ার গন্ডি পেরল দেশ। তবে সারা দেশে সুস্থতার হার ৯৭.৫ শতাংশ।
শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনা পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ভারতে ১,১৭,১০০ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। যা বৃহস্পতিবারের তুলনায় ২৮.৮ শতাংশ বেশি। এর আগে গত বছরের জুন মাসে দৈনিক এক লক্ষ আক্রান্ত হওয়ার গন্ডি পার করেছিল ভারত। শুক্রবারের নতুন করোনা আক্রান্তের হিসেব বলছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩,৫২,২৬,৩৮৬।
সব থেকে বেশি আক্রান্ত পাঁচটি রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে গত একদিনে মোট ৩৬,২৬৫ জন আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে একদিনে আক্রান্তের সংখ্যা ১৫,৪২১ জন। পশ্চিমবঙ্গের পরে আক্রান্ত হওয়ার নিরিখে রয়েছে যথাক্রমে দিল্লি (১৫,০৯৭), তামিলনাড়ু (৬,৯৮৩) এবং কর্ণাটক (৫,০৩১)।
গত ২৪ ঘন্টায় দেশে মোট ৩০২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যার মধ্যে কেরলে সর্বাধিক ২২১ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর নিরিখেও দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গে। গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে ১৯ জন মারা গিয়েছেন। ভারতে বর্তমানে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ৩,৭১,৩৬৩।
একই সঙ্গে দেশে হু-হু করে বাড়ছে করোনার নতুন রূপ ওমিক্রন আক্রান্তের সংখ্যা। দেশে বর্তমানে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩,০০৭ জন। তবে তাঁদের মধ্যে ১,১৯৯ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। ওমিক্রন আক্রান্তের দিক থেকেও শীর্ষে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে মোট ৮৭৬ জন করোনার নতুন রূপ ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। এর পরেই রয়েছে দিল্লি। দিল্লিতে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪৬৫। হঠাৎ করে দেশে করোনার স্ফীতি বৃদ্ধির পিছনে ওমিক্রনকেই দায়ী করেছেন বিশেষজ্ঞেরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy