Advertisement
২৭ ডিসেম্বর ২০২৪
Anil Deshmukh

মহারাষ্ট্র জট: ‘পদত্যাগের দরকার নেই’, বৈঠকের পর অনিলকে বার্তা এনসিপি-র

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার, মন্ত্রী জয়ন্ত পাটিল, এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে-সহ এনসিপির উচ্চনেতৃত্ব রবিবার দিল্লিতে শরদের বাড়িতে আলোচনায় বসেন।

ফাইল চিত্র

সংবাদ সংস্থা
নয়াদিল্লি ও মুম্বই শেষ আপডেট: ২২ মার্চ ২০২১ ০৯:৪৩
Share: Save:

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের পাশে দাঁড়াল এনসিপি। রবিবার সন্ধ্যায় দলের প্রধান শরদ পওয়ারের সঙ্গে জরুরি বৈঠকের পর দলের পক্ষ থেকে জয়ন্ত পাটিল জানিয়ে দিলেন, অনিলের পদত্যাগ করার কোনও প্রয়োজন নেই। অন্য দিকে, সোমবার আবারও দিল্লিতে শরদ পওয়ারের বাড়িতে আলোচনায় বসবেন মহারাষ্ট্রের ‘মহা বিকাশ অগধি’-র নেতারা। ফলে মহারাষ্ট্র জট এখনই কাটছে না।

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার, মন্ত্রী জয়ন্ত পাটিল, এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে-সহ এনসিপির উচ্চনেতৃত্ব রবিবার দিল্লিতে শরদের বাড়িতে আলোচনায় বসেন। তার কিছুক্ষণ আগে শরদের সঙ্গে দেখা করে যান শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত। সেই আলোচনা সেরে বেরিয়ে সন্ধ্যায় জয়ন্ত সাংবাদিকদের বলেন, ‘‘মহারাষ্ট্রের রাজ্য সরকার ও এনআইএ সমান তালে তদন্ত চালাচ্ছে। সরকার যথেষ্ট গুরুত্ব দিয়ে এই বিষয়ে তদন্ত চালাচ্ছে। কোনও সরকারি আধিকারিক, তিনি যতই উচ্চপদের হোন না কেন, অপরাধ করলে সরকার তাঁকে শাস্তি দিতে বদ্ধপরিকর।’’ পরমবীর সিংহের চিঠি নিয়ে তাঁর মন্তব্য, ‘‘এই চিঠি তদন্তকে প্রভাবিত করার জন্য দেওয়া হয়েছে বলে মনে করি। তাই আপাতত অনিলের পদত্যাগ করার কোনও দরকার নেই।’’

তবে সংবাদ সংস্থা সূত্রের খবর, শরদের সঙ্গে আলোচনায় অনিলের পদত্যাগের বিষয়টি নিয়ে প্রাথমিক কথাবার্তা হয়েছে। আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে, সোমবার উদ্ধব ঠাকরের সঙ্গে এই বিষয়ে আলোচনা করা হবে। তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জোট।

অন্যদিকে, এনসিপি প্রধান শরদও পাশে দাঁড়িয়েছেন অনিলের। তিনি বলেছেন, ‘‘এতদিন পরে পরমবীর কেন অভিযোগ করছেন। ওঁর অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা দরকার। অভিযোগ করা হয়েছে, পুলিশকে ১০০ কোটি টাকা তুলতে বলেছিলেন অনিল। কিন্তু কোথাও টাকা লেনদেনের কোনও চিহ্ন নেই।’’

অন্য বিষয়গুলি:

maharashtra Anil Deshmukh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy