(বাঁ দিক থেকে) সুনীল তটকরে, জাভেদ শ্রফ এবং অজিত পওয়ার। ছবি: এক্স হ্যান্ডল থেকে নেওয়া।
বিধানসভা নির্বাচন ঘোষণার আগেই শুরু হয়েছিল। মঙ্গলবার নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট জানানোর পরেও সেই প্রবণতা বজায় রইল। মহারাষ্ট্রে কংগ্রেস ছেড়ে অজিত পওয়ারের নেতৃত্বাধীন এনসিপিতে যোগ দিলেন আরও এক প্রভাবশালী নেতা।
মুম্বই কংগ্রেসের সাধারণ সম্পাদক জাভেদ শ্রফ বুধবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত এবং দলের সাধারণ সম্পাদক সুনীল তটকরের উপস্থিতিতে এনসিপিতে শামিল হয়েছেন। সদ্যনিহত বাবা সিদ্দিকি গত ফেব্রুয়ারিতে অজিতের দলে যোগ দেওয়ার পরে জাভেদকেই মুম্বইয়ের ‘সংখ্যালঘু মুখ’ হিসাবে বেছে নিয়েছিল কংগ্রেস। বিধানসভা ভোটের আগে তাঁর দলত্যাগ রাহুল গান্ধী-মল্লিকার্জুন খড়্গের দলকে অস্বস্তিতে ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।
এর আগে সোমবার নাসিক জেলার ইগতপুরীর প্রভাবশালী তফসিলি জনজাতির নেতা তথা কংগ্রেস বিধায়ক হীরামন ভিকা খোসকর, জেলা পরিষদের সদস্য সম্পতনানা সাকলে-সহ কংগ্রেসের বেশ কয়েক জন নেতা-কর্মী এনসিপি (অজিত)-এ যোগ দিয়েছিলেন। আগামী ২০ নভেম্বরে এক দফায় মহারাষ্ট্রে ২৮৮টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। গণনা ২৩ নভেম্বর। মূল লড়াই বিজেপি-শিবসেনা (একনাথ শিন্ডে)-এনসিপি(অজিত)-এর জোট ‘মহাজুটি’ এবং কংগ্রেস-শিবসেনা (উদ্ধব ঠাকরে)-এনসিপি (শরদ পওয়ার)-এর ‘মহাবিকাশ আঘাড়ী’র মধ্যে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy