Advertisement
২৫ নভেম্বর ২০২৪
O. Panneerselvam

রাজ্যেও বিজেপির সঙ্গে এডিএমকে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গত কাল চেন্নাইয়ে থাকার সময়েই রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও এডিএমকে নেতা ও পনীরসেলভম জোটের কথা ঘোষণা করেছেন।

এডিএমকে নেতা ও পনীরসেলভম

এডিএমকে নেতা ও পনীরসেলভম

চেন্নাই
সংবাদ সংস্থা  শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২০ ০৩:০৪
Share: Save:

তামিলনাড়ুতে আগামী বছরের বিধানসভা ভোটে বিজেপির সঙ্গে জোট বহাল থাকবে বলে জানিয়ে দিল শাসক দল এডিএমকে। গত লোকসভা ভোটে ডিএমকে নেতৃত্বাধীন জোটের সামনে প্রয়াত জে জয়ললিতার দল ধরাশায়ী হওয়ায় এ বার পরিস্থিতি সামলাতে মাঠে নেমেছেন অমিত শাহ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গত কাল চেন্নাইয়ে থাকার সময়েই রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও এডিএমকে নেতা ও পনীরসেলভম জোটের কথা ঘোষণা করেছেন।

জয়ললিতা ও এম করুণানিধির মৃত্যুর পরে হওয়া প্রথম লোকসভা ভোটে তামিলনাড়ুর ৩৯ টি আসনের ৩৮টিতেই জয়ী হয়েছিল ডিএমকে-র জোট। পরের বছর বিধানসভা ভোটে সেই ধাক্কা সামলাতে চাইছে এডিএমকে। মুখ্যমন্ত্রী ই পলানীস্বামী বলেন, ‘‘লোকসভা ভোটে আমাদের জোট এ বার বিধানসভাতেও থাকবে। ১০ বছর আমরা সুশাসন দিয়েছি।...তামিলনাড়ু সবসময়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন করবে।’’

আবার চেন্নাই পৌঁছে করোনা মোকাবিলায় রাজ্য সরকারের কাজের ভূয়সী প্রশংসা করেন অমিত। জানান, কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, প্রশাসন পরিচালনার প্রশ্নে তামিলনাড়ু সব রাজ্যের থেকে এগিয়ে। তাঁর দাবি, কোভিড মোকাবিলায় অন্য দেশগুলির যখন নাজেহাল অবস্থা, ভারত তখন নরেন্দ্র মোদীর নেতৃত্ব সংক্রমণের উপর অনেকটাই নিয়ন্ত্রণ করতে সফল হয়েছে। এর সঙ্গেই বিজেপি নেতা বলেন, ‘‘তামিলনাড়ুতেও করোনা থেকে সেরে ওঠা রোগীর সংখ্যা অনেক বেশি। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পলানীস্বামী ও পনীরসেলভমের প্রশংসা করতেই হবে। বিশেষ করে, প্রসূতি মহিলাদের বিষয়টিকে তামিলনাড়ু সরকার যে গুরুত্ব দিয়ে দেখেছে, অন্য রাজ্যে ততটা হয়নি।’’

চেন্নাই সফরে ডিএমকের প্রসঙ্গে পরিবারতন্ত্রের কথাও টেনে আনেন অমিত। বলেন, ‘‘পরিবার নিয়ে রাজনীতি করেন যাঁরা মানুষ তাঁদের শিক্ষা দিচ্ছে। তামিলনাড়ুতেও সেই ঘটনা ঘটবে। টুজি কেলেঙ্কারিতে অভিযুক্ত যাঁরা, দুর্নীতি প্রসঙ্গে তাদের মুখ খোলার অধিকার নেই।’’ নজিরবিহীন ভাবে অমিত শাহকে বিমানবন্দরে স্বাগত জানাতে পনীরসেলভম, পলানীস্বামী ছাড়াও রাজ্য বিজেপির সভাপতি এল মুরুগণ হাজির হয়েছিলেন।

অন্য বিষয়গুলি:

O. Panneerselvam, Amit Shah BJP ADMK, Chennai
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy