Advertisement
০৫ ডিসেম্বর ২০২৪
Gautam Adani

ভারতীয় নৌসেনায় এ বার আদানির ছায়া, কেনা হল দেশে তৈরি নজরদারি ড্রোন ‘দৃষ্টি ১০ স্টারলাইনার’

অভিযোগ, আদানি গোষ্ঠী ইজ়রায়েল থেকে চারটি হার্মিস-৯০০ ড্রোনের যন্ত্রাংশ আমদানি করে, তা জুড়ে দিয়ে সেই ড্রোনের নাম ‘দৃষ্টি-১০ স্টারলাইনার’ রেখেছে।

Adani Defence delivers Drishti-10 drone to Indian Navy for maritime security

গৌতম আদানি। —ফাইল ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ২১:৫৪
Share: Save:

বিরোধীদের আপত্তি উড়িয়ে ভারতীয় নৌসেনার জন্য আদানি গোষ্ঠীর তৈরি দ্বিতীয় নজরদারি ড্রোন ‘দৃষ্টি ১০ স্টারলাইনার’ কিনল নরেন্দ্র মোদী সরকার। বুধবার ‘আদানি ডিফেন্স অ্যান্ড এরোস্পেস’ সংস্থার তৈরি ড্রোনটি আনুষ্ঠানিক ভাবে ভারতীয় নৌসেনার হাতে তুলে দেওয়া হয়েছে।

চলতি বছরের গোড়ায় প্রথম স্টারলাইনার ড্রোন পেয়েছিল নৌসেনা। প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, ‘দৃষ্টি ১০ স্টারলাইনার’ নৌসেনার জন্য প্রথম ভারতে তৈরি নজরদারি ড্রোন। নৌসেনার হাতে এই ড্রোন আসায় সমুদ্রে শত্রুপক্ষের জাহাজ বা জলদস্যুদের জলযানে নজরদারি করতে সুবিধা হবে। একটানা ৩৬ ঘণ্টা আকাশে উড়তে সক্ষম এই ড্রোন ৪৫০ কেজি ওজন বহন করতে পারে।

যদিও ‘প্রধানমন্ত্রী মোদীর ঘনিষ্ঠ’ শিল্পপতি গৌতম আদানির সংস্থার ড্রোন কেনা নিয়ে কংগ্রেস-সহ বিরোধী দলগুলির প্রশ্ন রয়েছে। তাদের অভিযোগ, ভারতে অনেক সংস্থা ড্রোন তৈরি করে। তার মধ্যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড এবং ভারত ডায়নামিক্স-ও রয়েছে। তা সত্ত্বেও ড্রোন তৈরির জন্য ইজ়রায়েলের এলবিট সিস্টেমস ও আদানি গোষ্ঠীর যৌথ উদ্যোগে তৈরি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অথচ এই সংস্থার ড্রোন তৈরির কোনও পূর্ব অভিজ্ঞতা নেই। সে সময় কংগ্রেস নেতা জয়রাম রমেশ অভিযোগ করেছিলেন, আদানি গোষ্ঠী ইজ়রায়েল থেকে চারটি হার্মিস-৯০০ ড্রোনের যন্ত্রাংশ আমদানি করে, তা জুড়ে দিয়ে সেই ড্রোনের নাম ‘দৃষ্টি-১০ স্টারলাইনার’ রেখেছে। তারা শুধু শুধু ড্রোনের এয়ারফ্রেম তৈরি করেছে।

অন্য বিষয়গুলি:

Gautam Adani Indian Navy Drone
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy