Advertisement
০৭ নভেম্বর ২০২৪
Lord Rama

রাম নিয়ে লিখে অভিযুক্ত শিক্ষক

রামকে নিয়ে ফেসবুকে মন্তব্য করায় মামলায় ফাঁসানো হল আসাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজির শিক্ষক অনিন্দ্যকে

—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শিলচর শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২০ ০৩:০৩
Share: Save:

সৌরদীপ সেনগুপ্তের পরে এ বার এবিভিপির নিশানা অনিন্দ্য সেন। রামকে নিয়ে ফেসবুকে মন্তব্য করায় মামলায় ফাঁসানো হল আসাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজির শিক্ষক অনিন্দ্যকে। এবিভিপি সদস্য রোহিত চন্দ শিলচর থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। রোহিতের বক্তব্য, অতিমারির মধ্যে সাম্প্রদায়িক হিংসা বাঁধানোর ষড়যন্ত্র করে তিনি সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করেছেন। পুলিশ জানিয়েছে, অনিন্দ্যবাবুর বিরুদ্ধে মামলাটি তাঁরা নথিভুক্ত করেছেন। তদন্ত করে দেখা হচ্ছে।

কী লিখেছেন তিনি সোশ্যাল মিডিয়ায়? কলকাতা সন্তোষপুরের বাসিন্দা অনিন্দ্যবাবু বললেন, ‘‘রামায়ণের বহু ব্যাখ্যা রয়েছে। অনেকে লিখেছেন, রামচন্দ্র বাল্মীকি মুনির আশ্রমে সীতাদেবীকে ছেড়ে এসেছিলেন। সে জন্য অনেকের লেখায় রামচন্দ্র সমালোচিত হয়েছেন। এরই শুধু উল্লেখ করেছি আমি।’’ এর সঙ্গে রামমন্দিরের শিলান্যাসের কোনও সম্পর্ক নেই বলেই দাবি করেন তিনি৷ অনিন্দ্যবাবুর যুক্তি, এখন রামচন্দ্রকে নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে৷ তাই তিনি তাঁর ভাবনা ভাগ করে নিয়েছেন৷ তবে এ নিয়ে মামলা হওয়ায় স্বস্তিতে নেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী অনিন্দ্য। বললেন, ‘‘আমার কথায় কারও ধর্মীয় আবেগে আঘাত লাগলে আমি দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।’’ অভিযোগকারী এবিভিপি সদস্যটি অবশ্য ক্ষমা প্রার্থনায় আমল দিতে নারাজ। রোহিতের দাবি, “আইনি প্রক্রিয়ায় তাঁর শাস্তি হতে হবে৷ আগেও তিনি আপত্তিকর পোস্ট করেছেন।”

রোহিত এর আগেও সোশ্যাল মিডিয়ার মন্তব্য নিয়ে মামলা করেছেন। কলকাতার প্রেসিডেন্সি কলেজের প্রাক্তনী, শিলচর গুরুচরণ কলেজের শিক্ষক সৌরদীপ সেনগুপ্তের বিরুদ্ধেও গত ফেব্রুয়ারিতে এফআইআর করেছিলেন। সৌরদীপবাবু এখন জামিনে মুক্ত।

অন্য বিষয়গুলি:

Lord Rama ABVP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE