বিপ্লব দেব ও অভিষেরক বন্দ্যোপাধ্যায়
ত্রিপুরা পৌঁছেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে লাঠি দিয়ে আঘাত করেছেন বিজেপি কর্মীরা। শুনতে হয়েছে ‘গো-ব্যাক স্লোগান’-ও। সেই ভিডিও নিজের টুইটার হ্যান্ডলে শেয়ার করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দিন কয়েক আগেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তৃণমূল নেতাদের রাজ্যে আগমন প্রসঙ্গে বলেছিলেন, ‘‘ত্রিপুরার মানুষ ‘অতিথি দেব ভবঃ’ সংস্কৃতিতে বিশ্বাস করেন। তাই এখানে সবাই স্বাগত।’’
এবার তাঁর সেই মন্তব্যকে কেন্দ্র করেই আক্রমণ শানালেন অভিষেক। ত্রিপুরেশ্বরী মন্দিরে যাওয়ার পথে বাধা পেয়ে ছোট্ট প্রতিক্রিয়া জানান ডায়মন্ডহারবারের সাংসদ। তিনি বলেন, ‘‘ক’দিন আগেই বলেছিলেন ‘অতিথি দেব ভবঃ’। এখন হামলা। ত্রিপুরার মানুষ এর বিচার করবে।’’
Democracy in Tripura under @BJP4India rule!
— Abhishek Banerjee (@abhishekaitc) August 2, 2021
Well done @BjpBiplab for taking the state to new heights. pic.twitter.com/3LoOE28CpW
প্রতিক্রিয়া জানানোর পর ত্রিপুরেশ্বরীর মন্দিরে পুজো দেন অভিষেক। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মলয় ঘটক, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও আইএনটিটিইউসি সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পুজো সেরে তিনি বলেন, ‘‘বিজেপি নেতারা বাংলা এসে গলা ফাটাচ্ছেন গণতন্ত্র নেই বলে। কিন্তু তাঁরা আগে ত্রিপুরায় এসে দেখুন, কোথায় গণতন্ত্র নেই। তারপর বাংলা নিয়ে কথা বলবেন।’’ মন্দিরে যাওয়ার পথেও বিজেপি কর্মীদের বিক্ষোভের জেরে রাস্তায় বেশ কয়েকবার দাঁড়াতে হয় তাঁর কনভয়কে।
Today, National General Secretary Shri @abhishekaitc visited the Tripureshwari temple in #Tripura.
— AITC Tripura (@AITC4Tripura) August 2, 2021
We seek the blessings of Maa Tripureshwari to help us serve our people better. Praying for the safety and well-being of all.#EbarTripura pic.twitter.com/sjDn7qrV16
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy