Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Aam Admi Party

সাংসদ সঞ্জয়ের গ্রেফতারি নিয়ে কেজরীর নিশানায় মোদী, বিজেপি দফতরের সামনে বিক্ষোভ আপের

দিল্লি সরকারের আবগারি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে বুধবার সকালে থেকেই আপের রাজ্যসভা সাংসদ সঞ্জয়ের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছিল ইডি। বিকেলে তাঁকে গ্রেফতার করা হয়।

দিল্লিতে আপের বিক্ষোভ কর্মসূচি।

দিল্লিতে আপের বিক্ষোভ কর্মসূচি। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ ১০:৪০
Share: Save:

আবগারি দুর্নীতি মামলায় দলীয় সাংসদ সঞ্জয় সিংহের গ্রেফতারির প্রতিবাদে দিল্লির বিজেপি সদর দফতরের সামনে অবস্থান-বিক্ষোভ কর্মসূচির কথা ঘোষণা করল আম আদমি পার্টি (আপ)। বৃহস্পতিবার দুপুরে আপের ওই কর্মসূচির জেরে দীনদয়াল উপাধ্যায় মার্গ সংলগ্ন এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা দিল্লি পুলিশের।

দিল্লি সরকারের আবগারি নীতি বদলের জন্য বেআইনি অর্থ লেনদেনে জড়িত থাকার অভিযোগে বুধবার সকালে থেকেই আপের রাজ্যসভা সাংসদ সঞ্জয়ের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছিল ‘এনফোর্সমেন্ট ডিরেক্টরেট’ (ইডি)। বিকেলে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির আগে সঞ্জয় এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) লেখেন, ‘‘মৃত্যু মেনে নেব, কিন্তু ভয় পাব না।’’

সঞ্জয়ের বাড়িতে ইডির তল্লাশি অভিযান চলাকালীনই ক্ষোভ প্রকাশ করে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অববিন্দ কেজরীওয়াল বলেন, ‘‘গত এক বছর ধরে আবগারি দুর্নীতি নিয়ে অনেক কথা শুনছি আমরা। এত দিন ধরে এক হাজারেরও বেশি তল্লাশি অভিযান চলেছে। কিন্তু এখনও এক পয়সাও উদ্ধার হয়নি।’’ সঞ্জয়ের গ্রেফতারির পরে বিকেলে তাঁর বাড়িতে যান কেজরী। সঙ্গে ছিলেন স্ত্রী সুনীতাও। সঞ্জয়ের পরিবার অভিযোগ করে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তিনি। কেজরী সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাকে অব্যবহারের অভিযোগ তোলেন।

প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া। মামলার চার্জশিটে ইডি অভিযোগ করেছে, দিল্লির তৎকালীন উপমুখ্যমন্ত্রী তথা মদ বিপণন সংক্রান্ত নীতির ভারপ্রাপ্ত মন্ত্রী মণীশ আবগারি নীতির পরিবর্তন ঘটিয়ে নির্দিষ্ট ব্যবসায়িক সংস্থাকে সুবিধা পাইয়ে দিয়েছিলেন! গত ডিসেম্বরে সিসৌদিয়ার ঘনিষ্ঠ হিসাবে অমিত আরোরা নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছিল ইডি। সূত্রের খবর, তখনই তারা জানতে পারে এই মামলায় যুক্ত রয়েছেন আরও কয়েক জন নেতা-নেত্রী।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE