অরবিন্দ কেজরীবালকে খুনের চক্রান্তের অভিযোগ বিজেপি সাংসদ মনোজ তিওয়ারির বিরুদ্ধে। ফাইল চিত্র।
দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-র নেতা অরবিন্দ কেজরীওয়ালকে খুনের চক্রান্ত করছে বিজেপি। আর সেই চক্রান্তের ‘মাথা’ উত্তর-পূর্ব দিল্লির সাংসদ তথা অভিনেতা মনোজ তিওয়ারি। মনোজ দিল্লির বিজেপির প্রাক্তন সভাপতিও। শুক্রবার এই অভিযোগ করেছেন, দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা আপ নেতা মণীশ সিসৌদিয়া।
আগামী ৪ ডিসেম্বর দিল্লিতে পুরভোট। তার আগে বিভিন্ন প্রচারসভায় মনোজ ধারাবাহিক ভাবে কেজরীকে খুনে উস্কানি দিচ্ছেন বলে অভিযোগ সিসৌদিয়ার। তিনি বলেন, ‘‘মনোজ প্রকাশ্যে দুষ্কৃতীদের কেজরীওয়ালকে খুন করতে উস্কানি দিচ্ছেন। তিনি খুনের পরিকল্পনাও করেছেন।’’ আপের তরফে নির্বাচন কমিশন এবং পুলিশের কাছে মনোজের বিরুদ্ধে অভিযোগ জানানো হবে বলে জানিয়ে সিসৌদিয়া বলেন, ‘‘আমরা মনোজ তিওয়ারিকে গ্রেফতারের দাবি জানাব।’’
अरविंद केजरीवाल जी की सुरक्षा को लेकर मैं चिंतित हुँ,क्योंकि लगातार भ्रष्टाचार,टिकिट बिक्री व जेल में बलात्कारी से दोस्ती व मसाज प्रकरण को लेकर AAP कार्यकर्ता व जनता ग़ुस्से में हैं।इनके MLA पिटे भी हैं। इसलिए दिल्ली के सीएम के साथ ऐसा ना हो.. सजा न्यायालय ही दे 🙏
— Manoj Tiwari (@ManojTiwariMP) November 24, 2022
সিসৌদিয়ার ওই মন্তব্যের পর বিজেপি সাংসদ মনোজ টুইটারে লেখেন, “আমি কেজরীওয়ালজির নিরাপত্তা নিয়ে চিন্তিত। কারণ, ধারাবাহিক দুর্নীতি, ভোটের টিকিট বিক্রি, জেলে ধর্ষকের সঙ্গে বন্ধুত্ব ও ম্যাসাজ নেওয়ার মতো ঘটনায় দিল্লির জনতা এবং আপ কর্মীরা ক্রুদ্ধ। তাদের বিধায়কের উপর হামলাও হয়েছে। আমি মনে করি, মুখ্যমন্ত্রীর সঙ্গে এমনটা হওয়া উচিত নয়। শাস্তি শুধু আদালতই দিতে পারে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy