দিল্লির ভোট ভরাডুবির পর এ বার কি বিপর্যের মুখে পঞ্জাবের আম আদমি পার্টির সরকার? আজ এমনই দাবি করেছে কংগ্রেস। পঞ্জাব বিধানসভার বিরোধী দলনেতা, কংগ্রেসের প্রতাপ সিংহ বাজওয়ার দাবি, আপের ‘৩২ জনেরও বেশি বিধায়ক’ তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। কেজরীওয়ালের দলের বিধায়কদের একাংশ বিজেপির সঙ্গেও কথাবার্তা চালাচ্ছে বলে মনে করছেন তিনি। বাজওয়ার ইঙ্গিত, ভগবন্ত মান খাদের কিনারায় দাঁড়িয়েছে।
বাজওয়া অবশ্য বলেছেন, পঞ্জাব সরকারের পতনের দায়ভার কংগ্রেস নেবে না। তাঁর কথায়, ‘বিজেপি আপ সরকারকে উল্টানোর চেষ্টা করতে পারে’। একটি টেলিভিশন চ্যানেলে বাজওয়ার বলেন, ‘যাঁরা যোগাযোগ করছেন, তাঁদের মধ্যে মন্ত্রী ও আপের শীর্ষস্থানীয় নেতারাও রয়েছেন।’’ তবে সরকারে অস্থিরতা তৈরি করবে না কংগ্রেস, বরং বিজেপি সেই কাজ করতে পারে বলে দাবি করেছেন তিনি। বাজওয়া বলেন, ‘‘কংগ্রেস চায় পঞ্জাবে আপের সরকার পাঁচ বছর থাকুক। তাহলেই মানুষ বুঝতে পারবেন কোন ধরনের সরকারকে তাঁরা জিতিয়ে এনেছিলেন।’’ কংগ্রেস নেতার দাবি, আপের একাংশের ক্ষুব্ধ হওয়ার কারণ, তাঁদের জমানাতেই হাজার হাজার কোটি টাকা হাওয়ালার মাধ্যমে অস্ট্রেলিয়া ও অন্যত্র পাচার হয়ে গিয়েছে। সেই অর্থ আবগারি ও জমির চরিত্র বদল করে মিলেছে বলে দাবি করেছেন তিনি।
বাজওয়ার কে পাল্টা আক্রমণ করেছে আপ। দলের নেতা নীল গর্গ বলেন, ‘‘প্রতাপ বাজওয়া বিজেপির টিকিট পেতে চাইছেন। বেঙ্গালুরুতে বিজেপির নেতাদের সঙ্গে দেখাও করে এসেছেন। রাহুল গান্ধীর উচিত তাঁর উপর নজর রাখা।’’
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)