নৈনিতালে ধসের জেরে ভেঙে পড়ল একটি দোতলা বাড়ি। ছবি: টুইটার।
নৈনিতালের বেশ কয়েকটি এলাকায় শনিবার ভোরে ধস নামে। তার জেরে ভেঙে পড়ে একটি দোতলা বাড়ি। ওই ভেঙে পড়ার ভিডিয়ো নিমেষে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। তবে এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
ধসের ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, দোতলা বাড়িটি ক্রমশ ঢালের দিকে বেঁকে যায়। এর পর বিকট শব্দে ওই ফাঁকা বাড়িটি মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় সূত্রে খবর, ধসের কারণে বাড়িটিতে যখন ফাটল ধরতে শুরু করে তখনই বাসিন্দারা বাড়িটি ফাঁকা করে দেন। ফলে কেউ আহত হননি। বাড়ির ফাটল বাড়তে বাড়তে এক সময় ১২ কামরা-সহ বিশাল দোতলা বাড়িটি মাটিতে মুখ থুবড়ে পড়ে। উত্তরাখণ্ড প্রশাসন ওই দুর্ঘটনার পর নৈনিতালের মাল্লিতল এলাকার বাকি বাসিন্দাদেরও তাঁদের বাড়ি ফাঁকা করে দেওয়ার নির্দেশ দেয়।
চলতি বছর উত্তরাখণ্ডে প্রাকৃতিক বিপর্যয়ের জেরে এখন পর্যন্ত ১১১ জনের মৃত্যু হয়েছে। তার সঙ্গে ৪৫ হাজার ৬৫০টি পরিবার আক্রান্ত হয়েছে বলে খবর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy