ছবি—পিটিআই।
এক পুলিশের অফিসারের বাড়িতে ঢুকে তাঁকে এবং তাঁর স্ত্রীকে গুলি করে মারল জঙ্গিরা। গুলিতে আহত হয়ে শ্রীনগরের হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয়েছে তাঁদের মেয়েরও।রবিবার রাতে ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায়।
অবন্তীপোরার হরিপরিগ্রামে থাকতেন স্পেশ্যাল পুলিশ অফিসার (এসপিও) ফায়াজ আহমেদ এবং তাঁর স্ত্রী রাজা বেগম। কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার রাত ১১টা নাগাদ তাঁদের বাড়িতে জঙ্গিরা ঢুকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। সেই গুলিতেই আহত হন ফায়াজ এবং তাঁর পরিবারের সদস্যরা। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় ফায়াজ এবং তাঁর স্ত্রীর। তাঁদের মেয়ে রাফিয়াও গুরুতর আহত হয়েছে। তাকে চিকিৎসার জন্য শ্রীনগরের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সোমবার সকালে রাফিয়ার মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে কাশ্মীর পুলিশের তরফে।
এই ঘটনার পর থেকেই সেখানে তল্লাশি শুরু করা হয়েছে বলে জানানো হয়েছে সেনার তরফে।
#AwantiporaTerrorIncidentUpdate: #Martyred Fayaz Ahmad's wife also #succumbed to her injuries at hospital. Further details shall follow. @JmuKmrPolice https://t.co/xUKavBJemG
— Kashmir Zone Police (@KashmirPolice) June 27, 2021
গত মঙ্গলবার শ্রীনগরের মেনগানয়াজির নওগাম এলাকায় পুলিশ অফিসার পারভেজ আহমেদ দরের উপর গুলি চালায় অজ্ঞাতপরিচয় দুই জঙ্গি। স্থানীয় হাসপাতালে ভর্তি করার পর মৃত্যু হয় তাঁর। গত মাসে শ্রীনগরের বাড়িতে গুলিবিদ্ধ হয়েছিলেন জাভেদ আহমেদ নামের এক পুলিশকর্মী। রবিবার সকালে ড্রোন হামলার পর এমনিতেই কিছুটা উত্তপ্ত এলাকা। তার পরেই পুলিশের উপর জঙ্গি হামলা চিন্তা বাড়াচ্ছে প্রশাসনিক মহলে। দুই ঘটনার মধ্যে যোগসূত্র আছে কি না তাওো খতিয়ে দেখছে পুলিশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy