করোনা থেকে বাঁচাতে ক্রেতাদের উপর নজারদারি রোবটের। ছবি: টুইটার থেকে নেওয়া।
আপনি হয়তো শপিং মলে গিয়েছেন, কিন্তু ভুলে গিয়েছেন মাস্ক পরে যেতে। ‘জাফিরা’ কিন্তু আপনার উপর নজর রাখছে। সে এগিয়ে আসবে আপনার কাছে। হাতে ধরা মনিটারের মাধ্যমে সতর্ক করবে। এমনকি, আপনার শরীরের তাপমাত্রও মেপে নেবে। না, শাড়ি পরিহিতা ইনি কোনও রক্ত-মাংসের মহিলা নন, এটি একটি রোবট। নাম রাখা হয়েছে ‘জাফিরা’।
তামিলনাড়ুর তিরুচিরাপল্লিতে একটি জামা-কাপড়ের দোকানে এই রোবট রাখা হয়েছে। যাঁদেরকে এই রোবট তৈরি করতে দেওয়া হয়েছিল সেই জাফি রোবটস-এর সিইও আশিক রহমান জানিয়েছেন, এই মলের তরফে তাঁদের বলা হয় প্রথাগত পোশাকে একটি রোবট তৈরি করে দিতে হবে। আশিক জানিয়েছেন, সেই মতো শাড়ি, ভারতীয় গয়নায় সাজানো হয় রোবটটিকে। নাম রাখা হয় জাফিরা।
জাফিরা মূলত করোনার সংক্রমণ এড়াতে ক্রেতাদের উপর নজরদারি করবে। তাঁরা মাস্ক পরেছেন কিনা, সামাজিক দূরত্ব বজায় থাকছে কিনা ইত্যাদি। এমনকি জাফিরার এক হাতে থাকছে স্যানিটাইজারের বোতল। সেই সঙ্গে সারা দিনে ওই মলে কত জন আসছেন, তারও হিসেব রাখবে জাফিরা। দিনের শেষে সেই তথ্য মলের কর্তৃপক্ষকে মেল করে জানিয়ে দেবে সে। ইতিমধ্যেই জাফিরার সেই ছবি-ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: ৮০ বছর চুলে কাঁচি, চিরুনি ছোঁয়াননি, দেখুন সেই চুল আজ কত লম্বা
আরও পড়ুন: বৃহত্তম হাইড্রোজেন বোমা বিস্ফোরণের গোপন ভিডিয়ো প্রকাশ করল রাশিয়া
দেখুন সেই পোস্ট:
Tamil Nadu: A robot 'Zafira' is being used at all cloth-stores of a company in Tiruchirappalli to monitor if people entering the store are wearing mask, check their temperature, dispense sanitiser and keep a track of the number of people entering the store, at a time. #COVID19 pic.twitter.com/X91vZZKUYb
— ANI (@ANI) August 26, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy