যে সংস্থায় কাজ করতেন সেখানকার ওয়েবসাইটেই সুইসাইড নোট লিখে আত্মঘাতী হয়েছেন বছর ৪১-এর এক ব্যক্তি। ২ মার্চের এই ঘটনাটি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নিশান্ত ত্রিপাঠী। তিনি পেশায় এক জন অ্যানিমেশন শিল্পী। মুম্বইয়ের একটি হোটেলের ঘর থেকে নিশান্তের দেহ উদ্ধার করে পুলিশ।
হোটেল-কর্মীরা পুলিশকে জানিয়েছেন, ঘটনার তিন দিন আগে নিশান্ত হোটেলে উঠেছিলেন। তাঁর ঘরের দরজার বাইরে তিনি ‘ডু নট ডিস্টার্ব’ (বিরক্ত করবেন না) লেখা একটি সাইনবোর্ড লাগিয়ে রেখেছিলেন। দীর্ঘ সময় ধরে কোনও সাড়া না পেয়ে, হোটেল কর্মীরা ‘মাস্টার কি’ ব্যবহার করে তাঁর ঘরে প্রবেশ করেন। হোটেলের শৌচাগার থেকে নিশান্তের গলায় ফাঁস দেওয়া দেহ উদ্ধার হয়।
সুইসাইড নোটে নিজের স্ত্রী এবং স্ত্রী-র মাসির বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ এনেছেন ওই ব্যক্তি। যদিও অভিযোগের পাশাপাশি, স্ত্রী-র প্রতি তাঁর নিঃস্বার্থ ভালবাসার কথাও উল্লেখ করেন নিশান্ত। সুইসাইড নোটে নিশান্ত তাঁর স্ত্রী-র উদ্দেশে লিখেছেন, ‘যখন তোমরা এটা পড়বে, আমি চলে যাব। শেষ মুহূর্তে আমি তোমাকে ঘৃণা করতে পারতাম, কিন্তু আমি তা করিনি। আমি তোমাকে ভালবেসেছি, এবং এখনও বাসি। আমার মা জানেন, তোমার এবং প্রার্থনা মাসির জন্যই আমি আজ এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি।’ সুইসাইড নোটটি একটি পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত ছিল বলে পুলিশ সূত্রের খবর। অন্য দিকে, ছেলের আত্মহত্যার খবর পেয়ে শোকস্তব্ধ হয়ে গিয়েছেন নিশান্তের মা নীলম চতুর্বেদী।
যদিও আত্মহত্যার সঠিক কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই নিশান্তের স্ত্রী অপূর্বা পারিখ এবং মাসি প্রার্থনা মিশ্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
সংবাদ সংস্থা
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)