মারমুখী মেজাজে ওই ব্যক্তি। — নিজস্ব চিত্র।
কুকুরকে লোহার রড দিয়ে পেটালেন এক ব্যক্তি। বাধা দেওয়ায় তাঁর হামলার মুখে পড়লেন আরও কয়েক জন। রবিবার এই ঘটনা ঘটেছে দিল্লির পশ্চিম বিহার এলাকায়। গোটা ঘটনাটি বন্দি হয়েছে সিসি ক্যামেরায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সংবাদ সংস্থা এএনআই ওই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ করেছে। তাতে ওই দৃশ্য ধরা পড়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ধরমবীর দাহিয়া নামে এক ব্যক্তি পশ্চিম বিহার এলাকা দিয়ে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে ছিল কয়েকটি পথকুকুর। পশ্চিম বিহারের এ ব্লকের এক যুবকের পোষা কুকুর ওই দৃশ্য দেখে চিৎকার শুরু করে। অভিযোগ, আচমকাই ধরমবীর ওই পোষা কুকুরটিকে ছুড়ে ফেলে দেন। এর পর ওই কুকুরের মালিক রক্ষিত পোষ্যকে বাঁচাতে ছুটে আসেন। ধরমবীর ওই কুকুরটিকে আবার আক্রমণ করেন। এই সময়েই কুকুরটি ধরমবীরকে কামড়ে দেয়। তা নিয়ে রক্ষিত এবং ধরমবীরের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়।
এর কিছু ক্ষণ পরে ধরমবীর হাতে একটি লোহার পাইপ নিয়ে রণং দেহী মূর্তিতে আবার আসেন ।ওই পাইপ দিয়ে পোষ্য কুকুরটির মাথায় সজোরে আঘাত করেন তিনি। এর পর রক্ষিত হেমন্ত (৫৩) নামে এক প্রতিবেশী এবং রেণু (৪৫) নামে এক মহিলাকেও ওই পাইপটি দিয়ে মারেন তিনি। জখমদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পাশাপাশি ধরমবীরকেও নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে, কুকুরের কামড়ের চিকিৎসার জন্য।
#WATCH | Delhi: 3 members of a family&their pet dog injured after being hit by a neighbor with an iron rod in Paschim Vihar. It happened after the dog allegedly barked at him. FIR lodged.
— ANI (@ANI) July 4, 2022
Injured stable. Dog's owner says it has a clot in its head & will be taken to veterinarian. pic.twitter.com/YAa1QdduzB
ধরমবীরের বিরুদ্ধে খুনের চেষ্টা, অনধিকার প্রবেশ, বাধা দেওয়া ইত্যাদি নানা ধারায় মামলা করা হয়েছে। এ ছাড়া পশু নির্যাতন আইনেও মামলা করা হয়েছে পূর্ব পশ্চিম-বিহার থানায়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy