স্ত্রী এবং শাশুড়ির জ্বালায় অতিষ্ঠ! আত্মঘাতী হওয়ার আগে ইনস্টাগ্রাম পোস্টে লাইভ করে এমনই অভিযোগ তুললেন মধ্যপ্রদেশের এক যুবক। সেই অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রেওয়া জেলায়।
পুলিশ সূত্রে খবর, গত ১৬ মার্চ শিবকুমার ত্রিপাঠীর আত্মঘাতী হওয়ার খবর পাওয়া যায়। ঘটনার তদন্তে নেমে মৃতের সমাজমাধ্যমের শেষ ভিডিয়োটি তদন্তকারীদের হাতে আসে। সেই ভিডিয়োয় শিবকুমার জানান, স্ত্রী প্রিয়া শর্মা এবং শাশুড়ির কর্মকাণ্ডে তাঁর বৈবাহিক জীবনে কোনও সুখ নেই। প্রায়ই নানা কারণে অশান্তি লেগেই থাকে। সেই অশান্তি থেকে নিস্তার পেতেই নিজের জীবন শেষ করে দিচ্ছেন বলে দাবি করেন শিবকুমার।
আরও পড়ুন:
তদন্তকারীদের মতে, বছর দুই আগে শিবকুমার এবং প্রিয়ার বিয়ে হয়। কিন্তু সম্প্রতি শিবকুমার জানতে পারেন তাঁর স্ত্রী বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। তা নিয়ে স্ত্রীকে বলতে গেলেই দু’জনের মধ্যে অশান্তি হত। এর ফলে সম্পর্কের অবনতি ঘটে। পরে শ্বশুরবাড়ি ছেড়ে চলে যান প্রিয়া। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় প্রিয়া এবং তাঁর মাকে গ্রেফতার করেছে। তবে শিবকুমারের মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।