ব্যাঙ্কে মুকুট পরে বসে আছেন রাজা! আবার টাকাও ‘বিলোচ্ছেন’। এমনই এক দৃশ্য ধরা পড়ল কেরলের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। যে ভিডিয়ো ভাইরাল হতেই নজর কেড়েছে নেটাগরিকদের।
কেরলে ওনাম উৎসব চলছে। আর উৎসব মানেই একটা খুশির পরিবেশ। কিন্তু এক ব্যাঙ্ককর্মী সেই উৎসবকে অন্য ভাবে পালনের প্রস্তুতি নিয়েছেন। কেরলের কিংবদন্তি রাজা ছিলেন মহাবলী। ওনাম উৎসব তাঁকে উৎসর্গ করতেই নিজেকে রাজার বেশে সাজিয়ে তোলেন ওই ব্যাঙ্ককর্মী।
মাথায় মুকুট। ঝলমলে রাজার পোশাক। মস্ত বড় মুখজোড়া গোঁফ। চেয়ারে বসে রয়েছন রাজা। সামনে কম্পিউটার। কিবোর্ডের বোতাম চেপে ঝটপট হিসাব সারছেন। আবার টাকাও দিচ্ছেন। ব্যাঙ্কে ঢুকেই গ্রাহকরা থমতমত খেয়ে গিয়েছিলেন। ইনি আবার কে?
‘রাজা’র কাউন্টারের সামনে যেতেই গ্রাহককে দেখে এক গাল হাসছেন তিনি। একটু ধাতস্থ হয়ে গ্রাহকরা বুঝতে পারেন, আরে! ইনি তো তাঁদের পরিচিত ব্যাঙ্ককর্মী। তাঁকে এই বেশে দেখে অনেকে অভিভূতও হয়েছেন।
A staff of @TheOfficialSBI Tellicherry dispensing services at the counter dressed as the legendary King Mahabali whose yearly visits fall on the #Onam day. Kudos to his spirit and gumption
— Nixon Joseph (@NixonJoseph1708) September 4, 2022@opmishra64 #Kerala pic.twitter.com/jELIGsKowl
আরও পড়ুন:
নিক্স জোসেফ নামে এক টুইটার গ্রাহক তাঁর অ্যাকাউন্টে ব্যাঙ্ককর্মীর সেই ভিডিয়ো শেয়ার করেছেন। ব্যাঙ্কটি তালাসেরি এলাকার। জোসেফ লেখেন, ‘তেলিচেরির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে রাজা মহাবলীর বেশে হাজির ব্যাঙ্ককর্মী। রাজার বেশেই গ্রাহকদের পরিষেবা দিতে হাজির তিনি।’
ভিডিয়োটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ব্যাঙ্ককর্মীর কাজের প্রতি নিষ্ঠা দেখে নেটাগরিকরা প্রশংসা করেছেন। এক গ্রাহক লিখেছেন, ‘ব্যাঙ্ককর্মীর কাজের উৎসাহ আর নিষ্ঠা দেখে সত্যিই অবাক হতে হয়।’
গত ৩০ অগস্ট শুরু হয়েছে ওনাম উৎসব। আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত এই উৎসব চলবে।