মুম্বইয়ের বুকে হরিণের দল। ছবি: টুইটার থেকে নেওয়া।
করোনার অতিমারির জেরে অনেক খারাপের মধ্যে কিছু ভাল ব্যাপারও বার বার সামনে এসেছে। যেমন দূষণ অনেক কমে গিয়েছে। আর মানুষ ঘরে কিছুটা হলেও বন্দি থাকায় পশুপাখিরা মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে যত্রতত্র। এমনই একটি দৃশ্য ক্যামেরাবন্দি হল বাণিজ্য নগরী মুম্বইয়ের বুকে।
আফরোজ শাহ নামে এক আইনজীবী তাঁর ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে ভিডিয়োটি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, হরিণের একটি বড় দল নিজেদের মতো করে দৌড়ে বেড়াচ্ছে, খেলছে। দেখে বিশ্বাস নাও হতে পারে, এটি মুম্বইয়ের মতো জায়গার ছবি।
এই জায়গাটি মুম্বইয়ের মিঠি নদীর উৎপত্তিস্থলের কাছে বলে জানানো হয়েছে। মিঠি নদী মুম্বইয়ের বিহার হ্রদ থেকে বেরিয়ে আরব সাগরে মিশেছে। বিহার হ্রদের চারপাশে প্রচুর সবুজের সমারোহ। সেখানেই এই হরিণগুলিকে দেখা গিয়েছে।
আরও পড়ুন: চাপের মধ্যেও পিপিই পরে নাচছেন সুন্দরী চিকিৎসক, ভাইরাল ভিডিয়ো
আরও পড়ুন: যে দেশে করোনার প্রকোপ সব থেকে বেশি, সেখানে কী ভাবে পার্টি চলছে দেখুন!
আর এমন একটি ভিডিয়োটি পোস্ট হওয়ার পর ভাইরাল হতে সময় নেয়নি। ৩ জুলাই পোস্ট হয়েছে আফরোজের টুইটার হ্যান্ডলে। প্রায় চার দিনে সাড়ে সাতাশ হাজার বার দেখা হয়েছে ভিডিয়োটি। সেই সঙ্গে সমানে চলছে লাইক ও শেয়ার।
দেখুন সেই ভিডিয়ো:
Positive effects of lockdown.
— Afroz shah (@AfrozShah1) July 3, 2020
Location - Mumbai city - Near River Mithi Starting point.
Date /time - 2nd July evening .
This is right in the heart of the mumbai city.
Our cleanup of River Mithi started at this very spot.
Leave mother nature alone.
Mother nature revives. pic.twitter.com/SDS2RvdcWI
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy