ছবি টুইটার।
আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চার তলা বাড়ি। হিমাচল প্রদেশের শিমলার চোপাল শহরে এই ঘটনা ঘটেছে।
সংবাদ সংস্থা সূত্রে খবর, এই ঘটনায় কেউ হতাহত হননি। শনিবার দুপুর ১২টা নাগাদ ভেঙে পড়ে ওই বাড়িটি। এর জেরে প্রায় দু’কোটি টাকার ক্ষতি হয়েছে। ভেঙে পড়ার আগে বহুতলটি ফাঁকা করে দেওয়া হয়েছিল। সে কারণেই প্রাণহানি এড়ানো গিয়েছে বলে মনে করছে প্রশাসন।
#WATCH | Himachal Pradesh: A four-storey building collapsed in Chopal town in Shimla amid heavy rainfall. The building was already vacated by the local administration pic.twitter.com/FiJbCLty9r
— ANI (@ANI) July 9, 2022
খবর পেয়েই ঘটনাস্থলে যান পুলিশ ও জেলা প্রশাসনের আধিকারিকরা। ওই বহুতলে একটি ধাবা, মদের দোকান ও দু'টি ব্যাঙ্ক ছিল। কী কারণে বাড়িটি ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। বাড়ির মালিক, ধাবা ও মদের দোকানের মালিককে ১৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদানের কথা ঘোষণা করেছে জেলা প্রশাসন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy