নাগাল্যান্ড থেকে বিতর্কিত সেনা আইন তথা আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট (আফস্পা) প্রত্যাহারের লক্ষ্যে কমিটি তৈরি করে হবে পর্যালোচনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর জানালেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও। জঙ্গি সন্দেহে সেনার গুলিতে স্থানীয় বাসিন্দাদের মৃত্যুর পর উত্তর-পূর্ব জুড়ে আফস্পা প্রত্যাহারের দাবি আরও জোরাল হয়। পথে নামেন সাধারণ মানুষ।
সূত্রের খবর, অমিত শাহের সঙ্গে বৈঠকে হাজির ছিলেন অসমের মুখ্যমন্ত্রী তথা উত্তর-পূর্বে বিজেপি-র সবচেয়ে প্রভাবশালী নেতা হিমন্ত বিশ্বশর্মা। বৈঠকে ঠিক হয়েছে, কমিটিতে থাকবেন কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিনিধিরা। সেই সঙ্গে থাকবে নাগাল্যান্ড পুলিশের প্রতিনিধিত্বও। ৪৫ দিনের মধ্যে কমিটি রিপোর্ট জমা দেবে। সেই রিপোর্টের ভিত্তিতেই নাগাল্যান্ড থেকে বিতর্কিত আফস্পা প্রত্যাহার নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
Briefed the media with regard to the meeting chaired by Hon'ble @HMOIndia Shri @AmitShah on Dec' 23, 2021 in New Delhi. Grateful to Amit Shah ji for taking up the matter with utmost seriousness. The State Govt. appeals to all sections to continue to maintain a peaceful atmosphere pic.twitter.com/a8CLuw3MM6
— Neiphiu Rio (@Neiphiu_Rio) December 26, 2021
প্রসঙ্গত, গত সপ্তাহে নাগাল্যান্ড বিধানসভায় সর্বসম্মত ভাবে উত্তর-পূর্ব থেকে আফস্পা প্রত্যাহারের প্রস্তাব গৃহীত হয়। বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকা থেকে প্রস্তাব আনা— গোটা প্রক্রিয়ার নেতৃত্ব দেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও। এর আগে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমাও প্রকাশ্যে বিতর্কিত আফস্পা প্রত্যাহারের দাবি জানিয়েছিলেন। তাৎপর্যপূর্ণ ব্যাপার হল, নেফিউ কিংবা কনরাড, দু’জনেই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-এর সদস্য।