Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Zika

Zika Virus: করোনার মধ্যেই উদ্বেগ বাড়াল জিকা ভাইরাস, কেরলে চিকিৎসাধীন ২৪ বছরের তরুণী

তিরুঅনন্তপুরমের পারাসালায় ২৪ বছরের এক যুবতীর শরীরে জিকা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। গত ২৮ জুন থেকেই তাঁর শরীরে লক্ষণ দেখা গিয়েছিল বলে জানা গিয়েছে।

ছবি: শাটারস্টক।

ছবি: শাটারস্টক।

সংবাদ সংস্থা
তিরুঅনন্তপুরম শেষ আপডেট: ০৮ জুলাই ২০২১ ২৩:৪৯
Share: Save:

করোনাভাইরাসের দাপাদাপির মধ্যেই কেরলে এক মহিলার শরীরে মিলল জিকা ভাইরাসের উপস্থিতি। বৃহস্পতিবার সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন জিকা ভাইরাসের উপস্থিতির কথা। তিরুঅনন্তপুরমের পারাসালায় ২৪ বছরের এক যুবতীর শরীরে জিকা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

সেখানকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে ওই যুবতীর। গত ২৮ জুন থেকেই তাঁর শরীরে লক্ষণ দেখা গিয়েছিল বলে জানা গিয়েছে। যদিও এখন তাঁর অবস্থা স্থিতিশীল। ৭ জুন সন্তানেরও জন্ম দিয়েছেন ওই যুবতী। কেরলের স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সম্প্রতি ওই মহিলার অন্য রাজ্যে থেকে যাননি। অন্তঃসত্ত্বা অবস্থায় তামিলনাড়ু সীমানার কাছে নিজের বাড়িতেই ছিলেন তিনি।

সপ্তাহ খানেক আগে ওই যুবতীর মায়ের শরীরেও একই লক্ষণ দেখা গিয়েছিল। জিকা ভাইরাসের আক্রান্ত হওয়ার লক্ষণের সঙ্গে ডেঙ্গু আক্রান্তের লক্ষণের মিল রয়েছে। দুই ক্ষেত্রেই জ্বর, গাঁটে ব্যথা, গায়ে র‌্যাশ বের হয়। ওই যুবতী ছাড়াও আরও ১৩ জন জিকায় আক্রান্ত হয়েছেন বলে মনে করছে সে রাজ্যের স্বাস্থ্য দফতর। এ ব্যাপারে নিশ্চিত হতে পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকে রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।

প্রসঙ্গত, গোটা দেশের মধ্যে রোজ সবথেকে বেশি কোভিডে আক্রান্ত হচ্ছে কেরল থেকে। সে রাজ্যের দৈনিক আক্রান্ত থাকছে ১০ হাজারের উপরেই। সে রাজ্যে সক্রিয় রোগী রয়েছেন এক লক্ষ ১০ হাজারেরও বেশি।

অন্য বিষয়গুলি:

Dengue Corona Zika
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE