ফাইল চিত্র।
ত্রিপুরায় ৯০ জনের দেহে মিলল করোনার ডেল্টা প্লাস রূপ। উত্তর-পূর্ব ভারতের কোনও রাজ্যে এই প্রথম ডেল্টা প্লাসের হদিশ মিলল।
রাজ্য প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের সরকারি ল্যাবরেটরিতে ১৫১টি নুমনা পাঠানো হয়েছিল। তার মধ্যে ৯০ জনের নমুনায় জিনোম সিকোয়েন্সিংয়ে ডেল্টা প্লাসের হদিশ মিলেছে। কিছু নমুনায় করোনার ডেল্টা এবং আলফা রূপেরও হদিশ মিলেছে বলে ত্রিপুরার এক স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন।
শুক্রবারই উত্তরপ্রদেশে দু’জনের দেহে ডেল্টা প্লাসের সংক্রমণ ধরা পড়ে। স্বাস্থ্য মন্ত্রকের হিসেব বলছে, দেশের ১২টি রাজ্যে ডেল্টা প্লাসের সংক্রমণ ধরা পড়েছে। তার মধ্যে রয়েছে মহারাষ্ট্র, পঞ্জাব, গুজরাত, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, রাজস্থান, জম্মু, কর্নাটক এবং হরিয়ানা। এই তালিকায় এ বার নতুন সংযোজন ত্রিপুরা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই করোনার এই রূপকে ‘ভ্যারিয়ান্ট অব কনসার্ন’ হিসেবে চিহ্নিত করেছে। ত্রিপুরায় মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ১৬৯। মৃত্যু হয়েছে ৫৭৪ জনের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy