প্রতীকী ছবি।
রীতিমতো আঁটঘাঁট বেঁধেই এটিএম লুঠের ছক কষেছিল চার দুষ্কৃতী। রক্ষীবিহীন কিয়স্কে ঢুকে গ্যাস কাটার দিয়ে ভেঙেও ফেলেছিল এটিএম। তবে দুষ্কৃতীদের সেই ছক বানচাল করে দিলেন ৭৩ বছরের এক বৃদ্ধ।
মহারাষ্ট্রের অরঙ্গাবাদের ওই বৃদ্ধের উপস্থিত বুদ্ধির জেরে রক্ষা পেয়েছে প্রায় ১৪ লাখ টাকা। পুলিশ জানিয়েছে, পাড়েগাঁও এলাকায় মিসবা কলোনিতে ওই এটিএমটি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের। রবিবার ভোর পৌনে ৪টে নাগাদ সেখানে হানা দেয় চার জন দুষ্কৃতী।
সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, একটি সাদা রঙের জিপে করে এসে ওই এটিএমে সটান ঢুকে পড়ে তিন জন। পূর্বপরিকল্পনা অনুযায়ী, গ্যাসকাটারের আলো যাতে কারও চোখে না পড়ে সে জন্য এটিএমের দরজায় কাচের মতো আবরণ নিয়ে দাঁড়িয়ে পড়ে এক জন। অন্য জন রাস্তায় নজরদারিতে থাকে। তৃতীয় জন গ্যাস কাটার দিয়ে এটিএমের লোহার পাত কাটতে থাকে। চতুর্থ দুষ্কৃতী ওই জিপের চালকের আসনে গিয়ে বসে।
আরও পড়ুন: একাধিক পুরুষ সঙ্গী সন্দেহে ১৯ বছরের মডেলকে খুন নাগপুরে!
আরও পড়ুন: কর্নাটকে আস্থা ভোট বৃহস্পতিবার, পুলিশি নিরাপত্তা চাইলেন বিক্ষুব্ধরা
ওই এটিএমের কাছেই একটি আবাসনে নিরাপত্তারক্ষীর কাজ করেন ৭৩ বছরের বৃদ্ধ শেখ সামাদ আহমেদ। ঘটনার সময় সেখানেই ঘুমিয়ে ছিলেন তিনি। হঠাৎই একটি ধাতব শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। আবাসনের বিল্ডিং থেকে শেখ সামাদ দেখতে পান, গ্যাস কাটার দিয়ে এটিএমের পাত খুলে ফেলেছে দুষ্কৃতীরা। সঙ্গে সঙ্গে তিনি ১০০ নম্বর ডায়াল করে পুলিশে খবর দিতে যান। অভিযোগ, সে ফোনে কোনও সাড়া পাননি তিনি। দমে না গিয়ে এর পর আশপাশের বাসিন্দাদের চিৎকার করে ডাকতে শুরু করেন। তবে শেখ সামাদের সে ডাকেও কেউ এগিয়ে আসেনি। দমে না গিয়ে এ বার নিজেই দুষ্কৃতীদের লক্ষ্য করে পাথর ছুড়তে থাকেন তিনি। দুষ্কৃতীরাও তাঁর দিকে পাল্টা পাথর ছোড়ে। বেশ কিছু ক্ষণ এ ভাবেই চলার পর রণে ভঙ্গ দেয় দুষ্কৃতীরা। এর পর ওই এলাকা থেকেই চম্পট দেয় তারা।
আরও পড়ুন: তিহাড় জেলে ট্যারো কার্ড দেখা শিখছেন স্বামী খুনে অভিযুক্ত কংগ্রেস নেতা এনডি তিওয়ারির পুত্রবধূ
আরও পড়ুন: জাত-বজ্জাতি: আদালত চত্বরে পুলিশের সামনেই চড়থাপ্পড় খেলেন সেই বিজেপি নেতার জামাই
এর পর ওই এলাকায় পুলিশের একটি নজরদারি গাড়িকে থামিয়ে গোটা ঘটনার কথা জানান শেখ সামাদ। তাঁর বয়ানের ভিত্তিতেই এ বার দুষ্কৃতীদের খোঁজ করছে পুলিশ।
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy