Advertisement
E-Paper

ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী হেমন্তের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন ১১ জন, জেএমএম, কংগ্রেসের পাশাপাশি আরজেডি

বিধানসভা ভোটে জয়ের পর গত ২৮ নভেম্বর মুখ্যমন্ত্রী হেমন্ত শপথ নিয়েছিলেন। রাঁচীর ওই অনুষ্ঠানে হাজির ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

6 JMM, 4 Congress MLAs among 11 take oath as Jharkhand ministers

শপথ নিলেন হেমন্তের মন্ত্রীরা। ছবি: পিটিআই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ১৭:৩২
Share
Save

মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন শপথ নিয়েছিলেন আগেই। এ বার শপথ নিলেন ঝাড়খণ্ডের নতুন মন্ত্রিসভার সদস্যেরা। সোমবার ‘ইন্ডিয়া’র মোট ১১ জন মন্ত্রী রাজ্যপাল সন্তোষকুমার গাঙ্গোয়ারের কাছে শপথবাক্য পাঠ করেন।

নতুন মন্ত্রীদের মধ্যে ছ’জন হেমন্তের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)-র বিধায়ক। চার জন কংগ্রেসের। এক জন আরজেডির। জেএমএম মন্ত্রীরা হলেন সুদিব্য কুমার, দীপক বিরুয়া, রামদাস সোরেন, চামরা লিন্ডা, যোগেন্দ্র প্রসাদ এবং হাফিজুল হাসান। কংগ্রেসের থেকে মন্ত্রী হয়েছেন, দীপিকা পাণ্ডে সিং, শিল্পী নেহা তিরকি, ইরফান আনসারি এবং রাধাকৃষ্ণ কিশোর। মন্ত্রিত্ব পেয়েছেন আরজেডি বিধায়ক সঞ্জয়প্রসাদ যাদবও। আগামী ৯ থেকে ১২ ডিসেম্বর চলবে ঝাড়খণ্ড বিধানসভার অধিবেশন। সেখানেই সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেবেন হেমন্ত।

বিধানসভা ভোটে জয়ের পর গত ২৮ নভেম্বর ঝাড়খণ্ডের ১৪তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন হেমন্ত। রাঁচীর ওই অনুষ্ঠানে হাজির ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে ৮১টি আসনের মধ্যে ৫৬টিই হেমন্তের নেতৃত্বে ‘মহাগঠবন্ধন’ জিতেছে (জেএমএম ৩৪, কংগ্রেস ১৬, আরজেডি ৪ সিপিআইএমএল লিবারেশন ২)। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ পেয়েছে ২৪টি আসন।

Jharkhand Minister Hemant Soren JMM Congresss RJD Oath Taking Ceremony

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে

Best Value
এক বছরে

৫১৪৮

১৯৯৯

এক বছর পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
এক মাসে

৪২৯

১৬৯

এক মাস পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।