বেশ কিছু বাড়িতে এই রকম ফাটল ধরেছে ভূমিকম্পে। ছবি: টুইটার থেকে
সাত সকালে বড়সড় ভূমিকম্পে কেঁপে উঠল মিজোরামের বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৩। উৎসস্থল চম্ফাই জেলায় ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে। চম্ফাইয়ে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হলেও বড়সড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। কম্পন অনুভূত হয়েছে মায়ানমারেও। তবে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনএসসি) জানিয়েছে, সোমবার ভোর ৪টে ১০ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে আইজল-সহ মিজোরামের বিস্তীর্ণ এলাকা। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মায়ানমার সীমান্তের চম্ফাই জেলায়। ফলে কম্পন অনুভূত হয়েছে মায়ানমারের সীমান্তবর্তী এলাকাতেও।
মিজোরামের ভূতত্ত্ববিদ্যা ও খনিজ সম্পদ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, চম্ফাই জেলার খাওবুঙ্গা এলাকায় বেশ কিছু বাড়ির দেওয়ালে ফাটল ধরেছে। এলাকার একটি চার্চ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক রাস্তাতেও ফাটল চোখে পড়েছে। তবে বড়সড় কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়নি বলে জানিয়েছে মিজোরামের প্রশাসন। নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেন, ‘‘চম্ফাই জেলা ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। ওই এলাকায় কিছু বাড়িঘরে ফাটল ধরতে পারে। তব বিস্তারিত রিপোর্ট এখনও পাইনি আমরা।’’
Two earthquakes rocked Mizoram within 12 hours. Damage assessment has been undertaken by concerned MLA & district administration. Fortunately, no casualties reported so far. Thanking PM & Home Minister for their assurance of support: Chief Minister of Mizoram, Zoramthanga (ANI) pic.twitter.com/4opRbjU1A7
— Ayush Chaturvedi (@aayush_pndit) June 22, 2020
আরও পড়ুন: গালওয়ানে চিনা কম্যান্ডিং অফিসারের মৃত্যু মানল বেজিং
আরও পড়ুন: সীমান্তে এ বার লেফটেন্যান্ট জেনারেল স্তরের বৈঠক, উঠবে গালওয়ান প্রসঙ্গ
তবে ক্ষতি যাই হোক, রাজ্যের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে লিখেছেন, ‘‘মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথঙ্গার সঙ্গে কথা বলেছি। কেন্দ্র যে সব রকম সাহায্য করবে, রাজ্য সরকারকে সেই প্রতিশ্রুতি দিয়েছি।’’
Spoke to the Chief Minister of Mizoram, Shri @ZoramthangaCM Ji on the situation in the wake of the earthquake there. Assured all possible support from the Centre.
— Narendra Modi (@narendramodi) June 22, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy