ঠিকাদারদের অপহরণ করার অভিযোগ উঠল ছত্তীসগঢ়ের বস্তার জেলার বিজাপুরে। এমনটাই জানা গিয়েছে ছত্তীসগঢ় পুলিশ সূত্রে। অভিযোগ, রাস্তা নির্মাণের কাজে নিযুক্ত ৪ ঠিকাদারকে অপহরণ করা হয়েছে। এ নিয়ে সন্দেহের তির মাওবাদীদের দিকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ডিসেম্বর থেকে গোর্না এলাকা থেকে নিখোঁজ হয়ে যান ওই ৪ ঠিকাদার। তাঁদের নাম নিমেন্দ্র কুমার দিওয়ান, নীলচাঁদ নাগ, টেমরু নাগ এবং চাপড়ি বাত্তিয়া। বস্তার রেঞ্জের আইজি সুন্দেরাজ পি জানিয়েছেন, অপহৃতদের প্রাণের ভয়েই তাঁদের আত্মীয়রা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেননি। তবে তাঁরা যে অপহৃতদের নিয়মিত খোঁজখবর রাখছেন, সে কথাও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
-
অনুব্রত ‘রাজনৈতিক দৈত্য’! জামিনের তীব্র বিরোধিতা করে হাই কোর্টে বললেন সিবিআইয়ের আইনজীবী
-
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই জেরা শেষে মুখ খুললেন মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডল
-
মুম্বইয়ের কর্মসূচিতে জাতীয় সঙ্গীত অবমাননা মমতার? ১২ জানুয়ারি রায় দিতে পারে আদালত
-
নামী অভিনেত্রী দিদি, বোন, নায়িকা ছিলেন স্ত্রী-ও! তবে সাফল্য অধরাই থেকেছে অঞ্জন-পুত্রের
এর মধ্যেই সোমবার একটি ভিডিয়ো প্রকাশ করেছেন অপহৃতদের আত্মীয়রা। সেই ভিডিয়োয় ওই ৪ ঠিকাদারকে ছেড়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে মাওবাদীদের কাছে। পাশাপাশি, যদি অপহৃতরা মাওবাদীদের হেফাজতে না থাকেন, তা হলেও তাঁদের সাহায্য করতে বলা হয়েছে এই ভিডিয়োয়।